ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫
আপডেট : ০৫ জুলাই ২০২৫
শনিবার (৫ জুলাই) সকালে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
✅ "লাইলাতুল নির্বাচনে" দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সবাইকে সরানো হয়েছে।
✅ নির্বাচন জাতির জন্য অগ্নিপরীক্ষা—পক্ষপাত করলে ফল হবে সাবেক সিইসি নুরুল হুদার মতো কঠিন।
✅ সরকারি কর্মকর্তাদের দায়িত্ব—নির্বাচিত ব্যক্তির সঙ্গে কাজ করা, কাউকে নির্বাচিত করা নয়।
✅ জ্বালানি, রেল ও প্রকল্প খাতে সাশ্রয় হয়েছে প্রায় ৪৫ হাজার কোটি টাকা।
✅ সোলার বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার।
✅ উপদেষ্টাদের সম্পদ বিবরণী জমা বাধ্যতামূলক—আসার আগে ও যাওয়ার সময়।
"নির্বাচনের সময় পক্ষপাত করলে নুরুল হুদার মতো পরিণতি ভোগ করতে হবে।"
— মুহাম্মদ ফাওজুল কবির খান, জ্বালানি উপদেষ্টা
“আমরা এসেছি স্বচ্ছতার প্রতীক হয়ে, যাবও তেমনভাবে—জনগণ জানবে, কে কী এনেছে বা রেখে গেছে।”
জ্বালানি খাতে গত কয়েক মাসে প্রকল্প ব্যয় সংকোচনে ৪৫,০০০ কোটি টাকা সাশ্রয়।
সোলার জ্বালানির প্রসারে বিশেষ অগ্রাধিকার।
পদ্মা রেল সংযোগে ব্যয় হ্রাস করে বাস্তবায়ন চলছে।
প্রথমবারের মতো প্রবাসী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ নিয়ে আশাবাদ প্রকাশ।
জেলা প্রশাসক হাসিনা বেগম
বাপেক্স এমডি প্রকৌশলী ফজলুল হক
জামালপুর জেলা বিএনপি সম্পাদক ওয়ারেছ আলী মামুন
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা
#নির্বাচন২০২৫
#লাইলাতুলনির্বাচন
#জ্বালানি_উপদেষ্টা
#ফাওজুল_কবির
#সরকারি_কর্মকর্তা
#স্বচ্ছতা
#নবায়নযোগ্য_জ্বালানি
#বাংলাদেশ_নির্বাচন
#জাতীয়_নির্বাচন