ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫
আপডেট : ০৫ জুলাই ২০২৫
তিনি বলেন, সাংবাদিকরা বহু বছর সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন। এখন সেই নিয়ন্ত্রণ থেকে বের হয়ে স্বাধীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তী সরকার।
🔍 ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত
🔒 সাংবাদিকদের ওপর নিয়ন্ত্রণ ও ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার উদ্যোগ
📜 সাইবার সিকিউরিটি আইন বাতিল, নতুন আইন সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ করে না
📊 গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট প্রকাশ হলেও অগ্রগতি নেই — সাংবাদিকদের প্রশ্ন
💬 সংবাদ ভুল হলে ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে, হুমকি বা গুমের দিন শেষ
💰 সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার প্রস্তাব
🧾 প্রতিটি মিডিয়া হাউজে সোশ্যাল মিডিয়া নীতিমালা থাকা আবশ্যক
“প্রেস ফ্রিডম মানে মিথ্যা বলার গ্যারান্টি নয়। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ায়, তাদের প্ল্যাটফর্ম দেওয়ার প্রয়োজন নেই।”
তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার ন্যূনতম হস্তক্ষেপ করছে এবং সকল এজেন্সিকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা সাংবাদিকদের হয়রানি না করে।
সম্প্রচার কমিশন গঠন
সাংবাদিকদের জন্য আলাদা বেতন কাঠামো
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ
গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন
ওয়েজ বোর্ডের বিকল্প পদ্ধতির খোঁজ
#সাংবাদিকতারতদন্ত
#প্রেসস্বাধীনতা
#জাতিসংঘ
#গণমাধ্যমসংস্কার
#সাংবাদিকবেতন
#সাইবারআইন২০২৫
#স্বাধীনগণমাধ্যম
#বিজেসি
#বাংলাদেশমিডিয়া