ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫
আপডেট : ২৭ জুলাই ২০২৫
গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে হামাসের কোনো আন্তরিক আগ্রহ নেই। তিনি দাবি করেন, কাতারে চলমান আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধিরা অংশ নিয়েও কোনও ফল পাচ্ছিলেন না বলে তারা নিজেদের আলোচক দল প্রত্যাহার করে নিয়েছেন।
বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ বলেন, হামাস সর্বশেষ প্রস্তাবে যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা থেকে বোঝা যায় তাদের মধ্যে "ইচ্ছার ঘাটতি" রয়েছে। তিনি জানান, হামাসের কাছে আটক থাকা জিম্মিদের মুক্ত করতে বিকল্প পথ খোঁজা হচ্ছে। একই সুরে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও।
হামাসের প্রতিক্রিয়া:
হামাস ট্রাম্পের বক্তব্যের এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে স্টিভ উইটকফের আগের মন্তব্যকে তারা ‘নেতিবাচক’ ও ‘অপ্রত্যাশিত’ হিসেবে অভিহিত করেছে। হামাসের এক কর্মকর্তা জানান, তাদের জানানো হয়েছে যে ইসরায়েলি প্রতিনিধিদল আগামী সপ্তাহে দোহায় আলোচনায় ফিরে আসবে।
চলমান বিরোধের মূল ইস্যু:
যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় আলোচনায় অংশগ্রহণকারী পক্ষগুলো স্বীকার করেছে, ইসরায়েলের গাজা থেকে পূর্ণ সামরিক প্রত্যাহার, মানবিক ত্রাণ সরবরাহ এবং স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে এখনও বড় ধরনের মতানৈক্য রয়ে গেছে।
#গাজা #হামাস #ডোনাল্ড_ট্রাম্প #ইসরায়েল #যুক্তরাষ্ট্র #মধ্যপ্রাচ্য #যুদ্ধবিরতি #জিম্মিমুক্তি #বিশ্বসংবাদ #রাজনীতি