ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫
আপডেট : ২৬ জুলাই ২০২৫
শনিবার সাভারের ব্র্যাক সিডিএমে অনুষ্ঠিত ফ্রুগাল ইনোভেশন ফোরাম ২০২৫-এর “Policy Perspectives on Climate Adaptation in Agriculture, Food Security and Livelihoods” শীর্ষক সেশনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এই মন্তব্য করেন।
কৃষিখাতে বিভিন্ন দুর্বলতার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, “তামাক ও ক্যাসাভার মতো ক্ষতিকর চাষের সম্প্রসারণ বন্ধ করতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত শুধু খাদ্যের পরিমাণ নয়, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা।”
তিনি বলেন, উদ্ভাবনী অভিযোজন পদক্ষেপ গুরুত্বপূর্ণ হলেও তা জলবায়ু নির্গমন কমানোর বিকল্প হতে পারে না। উদ্ভাবনের পাশাপাশি বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ কমানোয় আন্তরিক পদক্ষেপ জরুরি।
নোয়াখালী ও ফেনীর সাম্প্রতিক উদাহরণ তুলে ধরে তিনি বলেন, “জটিল নদীপ্রবাহ ও জোয়ার-ভাটার প্রভাবে উপকূলীয় অঞ্চলে পানির উচ্চতা ক্রমেই বাড়ছে। এতে স্থানীয় বন্যা প্রতিরোধ ব্যবস্থা চরম চাপে রয়েছে। অভিযোজনেরও একটা সীমা আছে। প্রশ্ন হচ্ছে, আমরা ধ্বংসের আগে কতটা অভিযোজিত হতে পারি?”
“প্রকৃতিভিত্তিক সমাধান মানে হওয়া উচিত নদী, খাল, বন রক্ষা করা— শুধুমাত্র কার্বন অফসেট হিসেবে গাছ গোনা নয়, যখন নির্গমন কমানোর আন্তরিকতা নেই,”— বলেন উপদেষ্টা।
তিনি অভিযোজন অর্থায়নে তৃণমূল, স্থানীয় উদ্ভাবন ও সুশীল সমাজকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
রিজওয়ানা হাসান বলেন, “নীতিনির্ধারক ও জনগণের মধ্যে দুইমুখী যোগাযোগ দরকার। অভিযোজন কর্মকাণ্ডে স্থানীয় সরকার ও জনগণকে নেতৃত্বে বসাতে হবে।”
তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে সংস্কার আনার পাশাপাশি স্বচ্ছতা ও গতিশীলতা আনতে নতুন প্ল্যাটফর্ম বিসিডিপি চালুর পরিকল্পনা রয়েছে।
উপদেষ্টা গাছ সংরক্ষণ আইন, বিদ্যালয়ভিত্তিক পুনরোপণ কর্মসূচি ও ভূমি সংরক্ষণ উদ্যোগের অগ্রগতিও তুলে ধরেন।
বক্তব্যের শেষে তিনি বলেন, “জলবায়ু সহনশীলতা শুধু টিকে থাকার বিষয় নয়, এটি আমাদের মূল্যবোধ পুনর্বিবেচনার আহ্বান। উন্নয়নের ধরন পরিবর্তন করতেই হবে।”
অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক এসএম মঞ্জুরুল হান্নান, ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর কেএএম মোর্শেদসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন।
#জলবায়ুপরিবর্তন #রিজওয়ানাহাসান #জীবাশ্মজ্বালানি #নিরাপদখাদ্য #টেকসইকৃষি #বাংলাদেশপরিবেশ #উপকূলীয়বাংলাদেশ #নদীসংরক্ষণ #BCDP #ClimateAdaptation #FrugalInnovationForum2025