ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫
আপডেট : ২৬ জুলাই ২০২৫
শনিবার দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড়ে অনুষ্ঠিত ‘জুলাই পথযাত্রা’-এর শেষ প্রান্তিক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “বাহাত্তরের সংবিধান মানেই মুজিববাদী সংবিধান, যা বর্তমান সময়ের জন্য যথোপযুক্ত নয়। সেখানে মুক্তিযুদ্ধ ও ২০২৪-এর অভ্যুত্থানের স্পষ্ট স্বীকৃতি থাকা দরকার।”
তিনি অভিযোগ করেন, “বিভিন্ন রাজনৈতিক শক্তি ৭২-এর সংবিধান রক্ষার নামে রাজপথে নামছে, যা সংস্কারের পথে বাধা। আমাদের এসবের বিরুদ্ধে সক্রিয় হতে হবে।”
এনসিপি আহ্বায়ক আশ্বাস দিয়ে বলেন, “চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন জাতিসত্তার সাংবিধানিক অধিকার নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য।”
নাহিদ ইসলাম অভিযোগ করেন, “হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যাকাণ্ডকে ভুলভাবে উপস্থাপন করে ছাত্র-জনতাকে দোষী বানানোর চক্রান্ত চলছে। এটি একটি রাজনৈতিক অপচেষ্টা।”
তিনি বলেন, “৩ আগস্টে আমরা এক দফা দিয়েছি: আমাদের লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে।
আমরা বাধ্য হয়েছি প্রতিরোধ গড়ে তুলতে, কারণ আমাদের ওপর ছিল রাষ্ট্রীয় দমন-পীড়ন। এটি ছিল জনগণের অধিকার আদায়ের লড়াই।”
মৌলভীবাজার জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন:
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন
মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী
সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা
বাগছাস-এর কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার
জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ
জাকারিয়া ইমন প্রমুখ।
#জাতীয়নাগরিকপার্টি #নাহিদইসলাম #নতুনসংবিধান #জুলাইপথযাত্রা #বাংলাদেশসংবিধানসংস্কার #চাশ্রমিক #জাতিসত্তারঅধিকার #ফ্যাসিস্টবিরোধীআন্দোলন #বাংলাদেশরাজনীতি #পথসভা #NCPBangladesh