শনিবার (২৪ মে) সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়নে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাবুছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন (৪২) এবং একই ইউনিয়নের যুবলীগ সদস্য মো. জিয়াউর রহমান (৪০)। তাদের বিরুদ্ধে দীঘিনালা থানায় রাজনৈতিক সহিংসতার অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, "০৫ আগস্টের পর একটি রাজনৈতিক সহিংসতার মামলায় জাকির হোসেন এজাহারভুক্ত আসামি। অপরজন জিয়াউর রহমান মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে উঠে এসেছেন।"
গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
বঙ্গোপসাগরে মাছের প্রজনন মৌসুমে জেলেদের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা জারি হয়েছে ১৫ এপ্রিল থেকে। কিন্তু প্রায় ৪০ দিন পার হলেও বরগুনার হাজারো জেলে পরিবার এখনো সরকারঘোষিত খাদ্য সহায়তা—৪০ কেজি করে চাল—পাননি। ফলে উপকূলের অনেক পরিবার পড়েছেন চরম খাদ্যসংকটে। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers