বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫
আপডেট : ২৪ মে ২০২৫
দীর্ঘ দেড় দশকের ক্যারিয়ারে বহু নাটকে সফলভাবে অভিনয় করে আসা জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার বড়পর্দায় নিজের উপস্থিতি জমকালো করলেন।
গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া তার প্রথম চলচ্চিত্র ‘প্রিয় মালতী’-তে মালতী চরিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচক ও তারকা জরিপ—দুই বিভাগেই সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।
“আপনাদের ভালোবাসার কারণেই এত বছর ধরে পুরস্কার পেয়ে যাচ্ছি।
‘প্রিয় মালতী’র জন্য পাওয়া এই স্বীকৃতি আমার জন্য বিশেষ কিছু। কারণ এ ধরনের গল্প আমাদের আরও দরকার।”
মেহজাবীন বলেন:
“নারীপ্রধান গল্প মানেই যেন সংগ্রামের গল্প বা আর্ট ফিল্ম—এই ধারণা থেকে বের হয়ে আসা দরকার।
ইন্ডাস্ট্রি বদলাচ্ছে, গল্প বলার ধরনও বদলাচ্ছে। এই পরিবর্তনকে আমাদের আলাদা করে গুরুত্ব দিয়ে স্বাগত জানানো উচিত।”
‘প্রিয় মালতী’ সিনেমাটি সেরা চলচ্চিত্র বিভাগে পুরস্কার অর্জন করায়, নির্মাতা শঙ্খ দাশগুপ্ত ও প্রযোজক আদনান আল রাজীবের পক্ষে মঞ্চে ওঠেন মেহজাবীন।
তারা বর্তমানে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে নিজেদের নতুন সিনেমা ‘আলী’-এর প্রদর্শনী নিয়ে ব্যস্ত রয়েছেন।
সম্প্রতি, ১৮ মে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘গ্রিন-ই সম্পূর্ণা বাংলাদেশ ২০২৫’ সম্মাননাও পেয়েছেন মেহজাবীন ও তার বোন মালাইকা চৌধুরী।
এই সম্মাননা পেয়ে মেহজাবীন বলেন:
“এত চমৎকার আয়োজনে আমাকে ও আমার বোনকে সম্মানিত করায় আমরা গর্বিত ও অনুপ্রাণিত।”
আপনি কী ধরনের নারীপ্রধান গল্প দেখতে আগ্রহী?
একটি শক্তিশালী, সমসাময়িক নারী চরিত্র নিয়ে যদি সিনেমা তৈরি হয়—আপনি সিনেমা হলে যাবেন?