বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫
আপডেট : ২২ মে ২০২৫
২৩ মে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে আসছে এই ব্যতিক্রমী গোয়েন্দা গল্পের ওয়েব ফিল্ম ‘মির্জা’।
মির্জা একজন প্রাইভেট ডিটেকটিভ। একটু অগোছালো, কিন্তু মাথা একদম ঠান্ডা। বিয়েতে আগ্রহ নেই, কিন্তু সাত বোন মিলে একটাই কাজ— ভাইয়ের জন্য পাত্রী খোঁজা। এর মধ্যেই এক রহস্যময়ী তরুণী লুনা এসে হাজির, যার যমজ বোন নিখোঁজ।
এই এক নিখোঁজ রহস্য ক্রমেই জটিল রূপ নেয়— উঠে আসে এক ভয়ংকর মাফিয়া চক্র, সন্দেহপ্রবণ পুলিশ কর্মকর্তা এবং ভয়াবহ কিছু গোপন সত্য।
‘মির্জা’ শুধুই গোয়েন্দাগিরি নয়— এটি হাস্যরস, থ্রিলার ও রিয়েলিস্টিক ইমোশন-এর এক অভিনব মিশ্রণ। ফিল্মটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন:
পারসা ইভানা
জুনায়েদ বোগদাদী
খালিদ হাসান রুমি
রাসেল, মামুন, অরণ্য, সৌমি, সামিরা, দোয়েল, বর্ণা, ঐশী ও শিবলু
পরিচালক সুমন আনোয়ার এর আগে ‘রাতারগুল’, ‘কালাগুল’ ও ‘সদরঘাটের টাইগার’-এর মতো ব্যতিক্রমধর্মী কাজের জন্য প্রশংসিত হয়েছেন। তিনি বলেন:
“মির্জা এমন একটি গোয়েন্দা গল্প, যেখানে আপনি যখনই ভাববেন সব বুঝে ফেলেছেন, তখনই গল্প মোড় নেবে এমন দিকে যা আপনি ভাবেননি।”