স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫
আপডেট : ২২ মে ২০২৫
পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৭ মে, লাহোরে।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন,
“সৌম্য সরকার গত এক সপ্তাহ ধরে পিঠের ডান পাশে ব্যথা অনুভব করছিলেন। চিকিৎসা পর্যালোচনায় দেখা গেছে, অন্তত ১০ থেকে ১২ দিন পূর্ণ বিশ্রাম প্রয়োজন। সে কারণে পাকিস্তান সফরে তার খেলা সম্ভব নয়।”
সৌম্যের বদলে দলে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, যিনি বর্তমানে পাকিস্তান সুপার লিগে (PSL) লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন। টিম ম্যানেজমেন্ট মনে করছে, অফস্পিন ও ব্যাটিং—দুই দিক থেকেই মিরাজ দলে ভারসাম্য আনতে পারেন।
২৭ বছর বয়সী এই অলরাউন্ডার এর আগে ২৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সাম্প্রতিক পাকিস্তানি কন্ডিশনে খেলার অভিজ্ঞতাও তাকে এক্স-ফ্যাক্টর করে তুলতে পারে।
সৌম্যের অনুপস্থিতিতে ওপেনিং কম্বিনেশন নিয়ে চিন্তা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের। তার জায়গায় কে ওপেন করবেন, আর মিরাজ একাদশে কোথায় ফিট হবেন—তা নিয়ে এখন চলছে কৌশলগত বিশ্লেষণ।
প্রথম টি-টোয়েন্টি: ২৭ মে, লাহোর
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ মে
তৃতীয় টি-টোয়েন্টি: ৩১ মে