ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫
আপডেট : ২২ মে ২০২৫
স্থানীয় সময় বুধবার রাত ৯টা ৫ মিনিটে এই ঘাতক হামলা ঘটে, যা ইচ্ছাকৃত ও টার্গেট করা বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সময় নিহতরা একটি ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন। অনুষ্ঠান শেষে মিউজিয়াম থেকে বের হওয়ার সময়ই তাদের ওপর নৃশংসভাবে গুলি চালানো হয়। নিহত দুজনই ইসরায়েলের দূতাবাসে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোম।
ঘটনার পর এক বিবৃতিতে ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন জানান:
“ওয়াশিংটনে আমাদের দুই কর্মকর্তা ইহুদি সম্প্রদায়ের এক অনুষ্ঠানে অংশগ্রহণকালে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর পূর্ণ আস্থা রাখছি যে তারা এই ঘৃণ্য অপরাধের দায়ীদের বিচারের আওতায় আনবে।”
ঘটনাটিকে ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি। তিনি বলেন,
“এই বর্বরোচিত হামলা কেবল ইসরায়েলের বিরুদ্ধে নয়, এটি ইহুদি জাতির বিরুদ্ধে একটি পরিকল্পিত আঘাত।”
পুলিশ জানায়, হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইলিয়াস রদ্রিগেজ নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তিনি শিকাগো থেকে ওয়াশিংটনে এসেছেন এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
তদন্ত চলমান রয়েছে এবং এফবিআইসহ যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।