ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২২ মে ২০২৫
আপডেট : ২২ মে ২০২৫
সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মো. সলিম উল্লাহ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন:
বেলায়েত হোসেন, সহকারী সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়
মাশরুখ আহমেদ, নৌপরিবহন অধিদপ্তর
জেসমিন আরা বেগম, মহাব্যবস্থাপক (প্রশাসন), বিআইডব্লিউটিসি
কাজী ওয়াসিফ আহমাদ, কারিগরি পরিচালক
হেলাল উদ্দিন, প্রতিনিধি, নৌপুলিশ
মোখলেছুর রহমান, উপ-পরিচালক, স্বাস্থ্য সেক্টর, ঢাকা আহছানিয়া মিশন
মূল প্রবন্ধে ঢাকা আহছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল ইসলাম জানান,
গ্লোবাল এডাল্ট টোব্যাকো সার্ভে (GATS) ২০১৭ অনুযায়ী:
দেশে প্রায় ৩.৭৮ কোটি মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহার করে
এর মধ্যে ধূমপায়ী ১.৯২ কোটি
এবং প্রায় ৪ কোটি মানুষ পরোক্ষ ধূমপানের শিকার
গণপরিবহনে পরোক্ষ ধূমপান: ৪৪%, যার মধ্যে ফেরি ও যাত্রীবাহী জাহাজ অন্যতম
সভায় আলোচকরা জানান:
ফেরির ক্যান্টিন ও ডেকে খোলা ধূমপান যাত্রীদের জন্য বড় হুমকি
ফেরি ও নৌযানে ধূমপান নিষিদ্ধ করা এখন সময়ের দাবি
সতর্কতা সাইনেজ লাগানো, কড়াকড়ি নির্দেশনা জারি এবং
সকল কার্যালয়কে ধূমপানমুক্ত অঞ্চল ঘোষণা করার আহ্বান জানান সংশ্লিষ্টরা
চেয়ারম্যান মো. সলিম উল্লাহ বলেন:
“শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আমাদের প্রাতিষ্ঠানিক অঙ্গীকার জরুরি। সংশ্লিষ্টদের এ বিষয়ে দ্রুত পরিকল্পনা ও বাস্তবায়ন করতে হবে।”