ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫
আপডেট : ২২ মে ২০২৫
টাইমস অব ইসরায়েল এবং মেহের নিউজের বরাতে জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে হামলার সময় একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে পালাতে গিয়ে একজন ইসরায়েলি নাগরিক আহত হন, বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থা।
ইয়েমেনের আনসারুল্লাহ (হুতি) বিদ্রোহীরা গত কয়েক মাস ধরে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। তারা দাবি করেছে, ইসরায়েলি অধিকৃত ভূখণ্ডে দখলদারিত্ব এবং গাজায় সামরিক অভিযানের প্রতিবাদেই তারা এসব হামলা চালাচ্ছে।
আল-মাসিরাহ টিভি চ্যানেল জানিয়েছে, তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। যদিও পরে ইসরায়েলি কর্তৃপক্ষ ফ্লাইট পরিচালনার বিষয়টি ধাপে ধাপে পুনরায় চালু করে।
সকালে হামলার সময় ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের আকাশে শনাক্ত হলে সাইরেন বেজে ওঠে। আতঙ্কে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান। এর ফলে নগরজুড়ে যানজট এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে,
“ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করা হয়েছে। দেশের আকাশসীমা নিরাপদ রাখতে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।”