স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫
আপডেট : ২২ মে ২০২৫
এই পরিস্থিতিতে ভারতের সাবেক অলরাউন্ডার ও কোচ সঞ্জয় বাঙ্গার দলে কিছু নতুন মুখের নাম সুপারিশ করেছেন, যারা রোহিত-কোহলির শূন্যস্থান পূরণে উপযুক্ত হতে পারেন।
বাঙ্গার মনে করেন, অভিমন্যু ঈশ্বরন হতে পারেন রোহিত শর্মার আদর্শ বিকল্প। ঘরোয়া ক্রিকেটে ৭,৬০০+ রান এবং ২৭টি শতক করা ঈশ্বরন এখনো ভারতের হয়ে টেস্ট অভিষেক করেননি, কিন্তু তার ধারাবাহিকতা ও অভিজ্ঞতা তাকে উপযুক্ত প্রার্থী করে তুলেছে।
বর্তমানে তিনি ভারত ‘এ’ দলের অধিনায়ক হিসেবে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে প্রস্তুতি নিচ্ছেন। বাঙ্গার বলেন:
“ঈশ্বরনের রেকর্ড ও নেতৃত্বগুণ তাকে ওপেনিং স্লটে বিশ্বস্ত করে তোলে। তিনি ধৈর্য ও টেম্পারমেন্টে রোহিতের ঘাটতি পূরণ করতে পারেন।”
২০১৬ সালে ট্রিপল সেঞ্চুরি করে টেস্টে বাজিমাত করা করুণ নায়ার প্রায় এক দশক পর আবারও জাতীয় দলে ফেরার দ্বারপ্রান্তে। তিনি সম্প্রতি রঞ্জি ট্রফিতে ৮৬৩ রান ও বিজয় হাজারে ট্রফিতে ৭৭৯ রান করে আলোচনায় এসেছেন।
বাঙ্গারের মতে,
“ঘরোয়া পারফরম্যান্স অনুযায়ী বিচার করলে করুণ নায়ার ফেরার জন্য নিজেকে প্রস্তুত রেখেছেন। তিনি চার নম্বর পজিশনে কোহলির বিকল্প হতে পারেন।”
রোহিত-কোহলির অনুপস্থিতিতে ভারতীয় টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব নিয়ে জোর আলোচনা চলছে। সবচেয়ে এগিয়ে আছেন শুবমান গিল, তবে যশপ্রীত বুমরাহ-র নামও বিকল্প হিসেবে আলোচনায় রয়েছে।
তবে বুমরাহর সাম্প্রতিক ইনজুরি তাকে অধিনায়কত্বের দৌড়ে পিছিয়ে দিতে পারে। ২৪ মে’র মধ্যে বিসিসিআই পূর্ণাঙ্গ স্কোয়াড ও অধিনায়কের নাম ঘোষণা করতে পারে বলে জানা গেছে।