বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫
আপডেট : ২২ মে ২০২৫
সম্প্রতি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘রানা নাইডু সিজন ২’-এর টিজার, যেখানে এক ঝলকে দেখা যায় কৃতী খারবান্দাকে একেবারে নতুন রূপে। ছোট চুলে, আত্মবিশ্বাসী ও সাহসী লুকে কৃতী যেন এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন নিজের কেরিয়ারে।
এটি কৃতীর ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক এবং একইসঙ্গে রানা দাগ্গুবতির সঙ্গে তার দ্বিতীয় অনস্ক্রিন জুটি। এর আগে তারা একসাথে অভিনয় করেছিলেন তেলেগু সিনেমা ‘জয়া জানকী নায়কা’-তে।
টিজার প্রকাশের পর, পুলকিত সম্রাট তার ইনস্টাগ্রামে কৃতীর নতুন লুক দেখে লিখেছেন:
“আমরা কি আর কিছুদিন ছোট চুল রাখতে পারি? অনেক সুন্দর ও লাস্যময়ী লাগছে।”
এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মতে,
“এটাই হয় আসল প্রেম — যেখানে প্রশংসার পাশাপাশি থাকে মিষ্টি আবদার।”
দুজনের বোঝাপড়া, পরস্পরের প্রতি সম্মান ও ভালোবাসা দেখে অনেকে বলছেন— “এটা শুধু রোমান্স নয়, একটা পরিপক্ব সম্পর্কের উদাহরণ।” কৃতী ও পুলকিতের মধ্যে প্রেমের রসায়ন যেন রিল লাইফ নয়, বাস্তব জীবনেই ফিল্মি প্রেম।
ভূমিকা: রহস্যঘেরা নারী চরিত্র
চুলের স্টাইল: শর্ট বব কাট (viral look)
সহ-অভিনেতা: রানা দাগ্গুবতি
প্রথমবার ওটিটিতে আত্মপ্রকাশ
‘গ্লোরি’
‘সুস্বাগতম’
‘খুশমাদিদ’
‘রাহু কেতু’