ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৩ মে ২০২৫
আপডেট : ২৩ মে ২০২৫
“আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের ড. ইউনূস। আমরা আপনাকে বসিয়েছিলাম নির্বাচন আয়োজনের জন্য, পদত্যাগের জন্য নয়।”
শুক্রবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’ শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন বলেন,
“আমি পত্রিকায় পড়েছি, আপনি (ইউনূস) নাকি এনসিপি নেতাকে বলেছেন—‘আমার পদত্যাগ ছাড়া উপায় নেই।’ এই খবর কতটুকু সত্য জানি না, তবে এতে আমার মন খারাপ হয়েছে।”
তিনি বলেন,
“আপনাকে আমরা আনার সময় অনেক আশা করেছিলাম। ৯ মাস কেটে গেছে, কিন্তু এখনও কোনো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়নি। এটা দুঃখজনক।”
তিনি বলেন,
“আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে—তিনজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। কারণ, নির্বাচন সংক্রান্ত অগ্রগতিতে স্থবিরতা রয়েছে।”
বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গে তিনি বলেন,
“এই অস্থিরতার পেছনে কারা, সেটা জাতি জানতে চায়। যদি আপনারা (অন্তর্বর্তী সরকার) দায়ী হন, তাহলে বিএনপি কখনোই তা মেনে নেবে না।”
তিনি আরও বলেন,
“যদি সময়মতো রোডম্যাপ ঘোষণা করা হতো, তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম, জেল খেটেছি, তারাও আপনার সঙ্গে সংলাপে বসতে পারতেন। কিন্তু সেই সুযোগ দেওয়া হয়নি।”