ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৪ মে ২০২৫
আপডেট : ২৪ মে ২০২৫
শনিবার (২৪ মে) অর্থ উপদেষ্টার দেওয়া এক বিস্তারিত সাক্ষাৎকারে এসব তথ্য উঠে আসে।
অর্থ উপদেষ্টা বলেন:
“মহার্ঘ ভাতা থাকবে। তবে সচিবালয় ভাতা ও রেশন সুবিধা একসঙ্গে চালু করা গেলে বাজেটের ওপর বড় চাপ পড়বে। এক রকম ভাতা দিলে অন্য বিভাগের কর্মচারীরাও দাবি করবেন—এটি স্বাভাবিক। বিষয়টি মানবিক হলেও বাস্তবতা আমাদের চিন্তা করতে বাধ্য করে।”
তিনি জানান, পুলিশ ও বিজিবি রেশন সুবিধা পাচ্ছে বহুদিন ধরে, কারণ তাদের কাজের ধরন, ডিউটির সময় ও জীবনযাপনের বাস্তবতা একেবারে ভিন্ন।
ড. সালেহউদ্দিন জানান, বাজেটের আকার এবার কিছুটা সংযত রাখা হবে এবং ঘাটতি বাজেট জিডিপির ৪ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
“যথাসম্ভব বাস্তবসম্মত ও কল্যাণমুখী বাজেট দেওয়ার চেষ্টা করছি,”—তিনি বলেন।
আইএমএফের ভর্তুকি কমানোর শর্ত প্রসঙ্গে তিনি বলেন, কৃষি খাতে ভর্তুকি কমানো হবে না। তবে এলএনজি, ডিজেল ও বিদ্যুৎ খাতে ভর্তুকি ধাপে ধাপে কমানো হবে।
তিনি বলেন—
“সরকার বিদেশ থেকে বেশি দামে এলএনজি কিনে সস্তায় বিক্রি করছে। এটি টেকসই নয়। বিদ্যুৎ উৎপাদন খরচ কমানো এবং সিস্টেম লস কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।”
সালেহউদ্দিন বলেন—
“বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার অঙ্ক বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে সুবিধাভোগীর তালিকায় অনেক ভুয়া নাম রয়েছে। প্রায় ২০ লাখ উপকারভোগীর অস্তিত্ব নেই, যাদের বাদ দিলে প্রকৃতদের ভাতা বাড়ানো সম্ভব হবে।”
তিনি আরও বলেন,
“তালিকা হালনাগাদ না করে হঠাৎ বাদ দিলে সমস্যার দায় সরকারকে নিতে হবে। তাই আপাতত বরাদ্দ কমছে না।”
নির্বাচনি খরচ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, নির্বাচন কমিশন যে বাজেট চায়, সেটি সরকার সাধারণত দেয়।
“আমরা আশা করি কমিশন অহেতুক বাজেট চাইবে না। তবে জাতীয় নির্বাচন হওয়ায় কিছু বাড়তি খরচ হবেই—ভোটগ্রহণ, কর্মকর্তা পাঠানো ইত্যাদি খাতে।”
বিষয় | অবস্থান |
---|---|
মহার্ঘ ভাতা | থাকবে |
সচিবালয় ভাতা | আপাতত নয় |
রেশন ভাতা | বিবেচনায়, বাস্তবায়ন সম্ভব নয় এখন |
কৃষি ভর্তুকি | কমানো হবে না |
জ্বালানি ভর্তুকি | ধাপে ধাপে কমবে |
সামাজিক নিরাপত্তা | বরাদ্দ বাড়বে, তালিকা শুদ্ধ করা হবে |
নির্বাচনি ব্যয় | নির্ধারিত বরাদ্দ থাকবে |