ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৩ মে ২০২৫
আপডেট : ২৩ মে ২০২৫
শুক্রবার (২৩ মে) রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৫’-এর জাতীয় পর্যায়ের মূল পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
“অনেকে আমাদের অথর্ব বলেন, সমালোচনা করেন—তাতে সমস্যা নেই। তবে এসব কথাবার্তা আন্তর্জাতিকভাবে দেশের ইমেজ ক্ষুণ্ন করতে পারে,” বলেন অর্থ উপদেষ্টা।
আসন্ন বাজেট নিয়ে তিনি বলেন, “অনেক কর ছাড়ের প্রস্তাব এসেছে। বাজেট ঘোষণার পরদিনই এসব বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হবে।”
তবে তিনি দাবি করেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) যেসব শর্ত আরোপ করতে চেয়েছিল, তার সবকিছু চাপিয়ে দেওয়া সম্ভব হয়নি। “আমরা একটা সমাধানে পৌঁছাতে পেরেছি,” বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন,
“অর্থনীতি একটি প্রাযোগিক বিজ্ঞান। তাই একে জনপ্রিয় করতে স্কুল-কলেজ পর্যায় থেকে উদ্যোগ নিতে হচ্ছে।”
এবারের অলিম্পিয়াডে ২০ হাজারের বেশি প্রতিযোগী অংশ নেয় বলে জানান তিনি।
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন,
“প্রতি দশকে ১ শতাংশ করে প্রবৃদ্ধি বেড়েছে। কিন্তু এই প্রবৃদ্ধির সুফল সবাই পায়নি। বৈষম্য বেড়েছে, তরুণ বেকারত্বও বাড়ছে।”
তিনি আরও বলেন, “গত আড়াই বছরে উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। রাজনৈতিক প্রভাবে অর্থনীতি একমুখী হয়ে গেলে পুরো সমাজ পিছিয়ে পড়ে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন
ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ
পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী