ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫
আপডেট : ০৫ জুলাই ২০২৫
হামাসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রস্তাবে ‘ইতিবাচক’ প্রতিক্রিয়ার পর, শুক্রবার (৪ জুলাই) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “এটা বেশ ভালো খবর। আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং আগামী সপ্তাহে চুক্তি হতে পারে।” তবে আলোচনার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তিনি এখনও জানেন না বলেও জানান।
যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে গাজার উত্তর ও দক্ষিণ থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার, যুদ্ধবিরতির পর্যায়ক্রমিক বাস্তবায়ন এবং সকল পক্ষের অংশগ্রহণে স্থায়ী শান্তির লক্ষ্যে আলোচনা শুরু করার পরিকল্পনা রয়েছে।
ট্রাম্প বলেন, “হামাসের উচিত এই প্রস্তাব মেনে নেওয়া, কারণ এর চেয়ে ভালো কিছু আর আসবে না। চুক্তি না মানলে পরিস্থিতি আরও খারাপ হবে।”
টেলিগ্রামে এক বিবৃতিতে হামাস জানায়, তারা মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক জবাব দিয়েছে এবং আলোচনার নতুন পর্বে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত।
হামাসের মিত্র সংগঠন ইসলামিক জিহাদও যুদ্ধবিরতির পরিকল্পনায় সমর্থন জানিয়েছে, তবে তারা একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দাবি করেছে।
এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, হামাস চায় ইসরায়েলি সেনারা মার্চের আগের অবস্থানে ফিরে যাক।
এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও ইসরায়েল গাজায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে।
বিবিসির খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
ফিলিস্তিনি সূত্র বলছে, শুক্রবার মধ্যরাত থেকে মাত্র পাঁচ ঘণ্টায় ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেছে আরও ১৮ জনের।
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭,২৬৮ জনে — জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
যদিও মার্কিন নেতৃত্বে যুদ্ধবিরতির প্রচেষ্টা চলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলেছেন— সমস্ত জিম্মি মুক্ত না হওয়া এবং হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ শেষ হবে না।
এই অবস্থান শান্তি প্রক্রিয়ার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
#GazaWar #TrumpOnGaza #CeasefireTalks #Hamas #IsraelPalestineConflict #MiddleEastCrisis #GazaPeaceDeal #USForeignPolicy #BenjaminNetanyahu #IslamicJihad