ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫
আপডেট : ০৫ জুলাই ২০২৫
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কায়া ক্যালাসের সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন বলে জানিয়েছে সিএনএন।
এই আলোচনায় ওয়াং ই বলেন,
“রাশিয়ার পরাজয় চীনের কৌশলগত স্বার্থের পরিপন্থী। ইউক্রেনে রাশিয়া হেরে গেলে যুক্তরাষ্ট্র চীনের ওপর পূর্ণ মনোযোগ দেবে, যা বেইজিংয়ের জন্য অগ্রহণযোগ্য।”
বিশ্লেষকরা বলছেন, চীনের এই অবস্থান ইঙ্গিত দেয় যে তারা ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী দেখতে চায়, যেন যুক্তরাষ্ট্রের মনোযোগ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিবর্তে ইউরোপেই আটকে থাকে।
বৈঠকে আরও আলোচনা হয়—
সাইবার নিরাপত্তা
বিরল খনিজ
বাণিজ্য ভারসাম্য
তাইওয়ান ও মধ্যপ্রাচ্য ইস্যু
এক কর্মকর্তা জানিয়েছেন, আলোচনা ছিল “কঠিন, তবে সম্মানজনক।”
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবার বলেন,
“চীন কোনো পক্ষ নেয় না। আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের পক্ষে আমরা সব সময়ই ছিলাম।”
তবে তিনি প্রকাশ্যে এও বলেন,
“যুদ্ধ দীর্ঘায়িত হওয়া কারো জন্যই ভালো নয়। চীন গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী।”
যুদ্ধ শুরুর আগে প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার সঙ্গে "সীমাহীন অংশীদারিত্ব" ঘোষণা করেন
এরপর থেকেই রাশিয়া-চীন সম্পর্ক রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আরও গভীর হয়েছে
ইউক্রেন অভিযোগ করেছে, চীনের কোম্পানিগুলো রাশিয়াকে ড্রোন উপাদান ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করছে
শুক্রবার কিয়েভে রেকর্ড সংখ্যক ড্রোন হামলার পর ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা দাবি করেন—
“ধ্বংস হওয়া ‘গেরান ২’ ড্রোনের অংশে দেখা গেছে, তা চীনে তৈরি। তারিখ ২০ জুন।”
এমনকি ওডেসায় চীনা কনসুলেট ভবনও সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
সিবিহা বলেন,
“এই যুদ্ধ এখন আন্তর্জাতিক রূপ নিচ্ছে—উত্তর কোরীয় সেনা, ইরানি অস্ত্র, চীনা কোম্পানি—সবই রাশিয়ার পাশে।”
#ChinaRussiaAlliance #UkraineWar #Geopolitics #ChinaEU #WangYi #EUForeignPolicy #RussiaUkraineConflict #XiJinping #UkraineDroneAttack #ChineseMilitarySupport