ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫
আপডেট : ০৬ জুলাই ২০২৫
ইসরায়েলি দপ্তর থেকে জানানো হয়েছে, দলটি রোববার কাতার রওনা দেবে। সেখানে যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় বিষয়ে আলোচনা হবে।
তবে নেতানিয়াহুর অফিস জানিয়েছে, হামাস কাতারি প্রস্তাবের যে সংশোধনী পাঠিয়েছে, তা "ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য নয়"।
আজ রোববার (৬ জুলাই) নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। যুদ্ধবিরতির বিষয়ে এটি একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে।
উল্লেখযোগ্যভাবে, যুক্তরাষ্ট্রও সম্প্রতি কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে, যেখানে কাতার ও মিসরও মধ্যস্থতা করছে।
ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় শনিবার অন্তত ৪২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, চলমান যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ৫৭,৩৮৮ জন নিহত, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১,২১৯ জন ইসরায়েলি নিহত হন, বেশিরভাগই সাধারণ নাগরিক।
বর্তমানে গাজায় ৪৯ জন ইসরায়েলি জিম্মি রয়েছে, যাদের মধ্যে ইসরায়েলের মতে ২৭ জন মারা গেছেন।
হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আলোচনায় ইচ্ছুক এবং যুদ্ধবিরতি চুক্তির খসড়ার বিষয়ে জবাব দিচ্ছে।
দুই ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, প্রস্তাবিত চুক্তিতে রয়েছে:
৬০ দিনের যুদ্ধবিরতি
হামাস ১০ জন জীবিত জিম্মি এবং কিছু মৃতদেহ ফিরিয়ে দেবে
বিনিময়ে ইসরায়েলকে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে
হামাস আরও কিছু শর্ত দিয়েছে:
ইসরায়েলি সেনা প্রত্যাহারের রূপরেখা
আলোচনার সময় পুনরায় হামলা বন্ধের নিশ্চয়তা
জাতিসংঘের নেতৃত্বে ত্রাণ বিতরণ পুনরায় চালু
গাজার খান ইউনিসের বাসিন্দা কারিমা আল-রাস বলেন:
“হামাস ইতিবাচক সাড়া দিয়েছে শুনে মানুষ খুশি। আমরা যুদ্ধবিরতির ঘোষণা ও ত্রাণ ঢোকার আশা করছি।”
তিনি আরও বলেন:
“মানুষ এখন ময়দার অভাবে মারা যাচ্ছে, আর যুবকরা সন্তানদের জন্য খাবার জোগাড় করতে গিয়ে প্রাণ হারাচ্ছে।”
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির কূটনীতিক বদর আবদেল আতি ও মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ফোনে আলোচনা করেছেন। এতে আলোচনার অগ্রগতি ও পরোক্ষ বৈঠকের প্রস্তুতির বিষয়ে কথা হয়।
#GazaCeasefire2025
, #IsraelPalestine
, #Hamas
, #BenjaminNetanyahu
, #GazaWar
, #PeaceTalks
, #QatarMediation
, #MiddleEastCrisis
, #HumanitarianCrisis
, #TrumpDiplomacy