ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫
আপডেট : ০৬ জুলাই ২০২৫
রোববার সকালে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ঘাট দুগ্ধ কারখানায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বলেন:
“এই দুটি রোগ পশু সম্পদের মারাত্মক ক্ষতি করে এবং খামারিদের আর্থিকভাবে বিপদে ফেলে। এজন্য মাঠ পর্যায়ে নিবিড় নজরদারি ও ভ্যাকসিনেশন বাড়ানো এখন সময়ের দাবি।”
আসন্ন কোরবানি উপলক্ষে বিশেষভাবে এলএসডি প্রতিরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন:
“এবার যেন কেউ না বলতে পারে, গরুর চামড়া নষ্ট হয়েছে এলএসডির কারণে। এজন্য খামারিদের দ্বারে দ্বারে গিয়ে সহযোগিতা নিশ্চিত করতে হবে।”
সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন:
“পাবনা ও সিরাজগঞ্জ এলাকা গবাদি পশুর দিক দিয়ে সমৃদ্ধ। এসব এলাকা FMD ও LSD মুক্ত করতে চাইলে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”
মো. হেমায়েত হোসেন, যুগ্মসচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
বেগম শামসুন্নাহার আহমদ, পরিচালক (সম্প্রসারণ), প্রাণিসম্পদ অধিদপ্তর
ড. এ. বি. এম. খালেদুজ্জামান, পরিচালক (উৎপাদন)
ডা. মো. জসিম উদ্দিন, প্রকল্প পরিচালক, এলডিডিপি
মো. গোলাম রব্বানী, চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর
ডা. এ. কে. এম. আনোয়ারুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
বিভিন্ন উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তারা
#LSDVaccine
, #FMDControl
, #LivestockBangladesh
, #Pranisampad
, #EidQurbani2025
, #CattleHealth
, #AnimalVaccination
, #BangladeshLivestock
, #FaridaAkhtar
, #DairyDevelopment