ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫
আপডেট : ২০ মে ২০২৫
মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ পোস্ট করে এই আলোচনার আভাস দেন।
ট্রাম্প বলেন,
“পুতিনের সঙ্গে আমার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। যুদ্ধ থামাতে দুই পক্ষই আলোচনায় বসতে সম্মত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা এই যুদ্ধে ইতি টানতে চায়।”
তিনি আরও জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও তার পৃথকভাবে কথা হয়েছে এবং আলোচনা বিষয়ক সব তথ্য তাকেও জানানো হয়েছে।
ট্রাম্পের বক্তব্যের প্রেক্ষিতে জেলেনস্কি বলেন,
“এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তবে ইউক্রেনকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।”
তিনি সতর্ক করে বলেন, যদি মস্কো আলোচনায় আগ্রহ না দেখায়, তবে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত হবে। জেলেনস্কি আরও জানান, রাশিয়া এখনো আনুষ্ঠানিক কোনো শান্তি প্রস্তাব দেয়নি এবং তিনি বিস্তারিত কোনো পরিকল্পনার তথ্যও পাননি।
পুতিনও আলোচনায় ‘ইচ্ছুক’ হলেও যুদ্ধবিরতির সময়সীমা বা নির্দিষ্ট তারিখ নিয়ে কিছু বলেননি। পাশাপাশি পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে আসা ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান নিয়েও রুশ প্রেসিডেন্ট কোনো প্রতিক্রিয়া জানাননি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মাধ্যমে শুরু হয় ইউক্রেন যুদ্ধ। এরপর থেকে হাজার হাজার মানুষের প্রাণহানি, লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতি এবং বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ে।