ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৬ মে ২০২৫
আপডেট : ২৬ মে ২০২৫
একইসঙ্গে রপ্তানি পণ্যে বহুমুখীকরণ এবং অবকাঠামোতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে।
রাজধানীর বনানীতে আয়োজিত ‘ইকনোমিক করিডর অ্যান্ড লজিস্টিকস ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: ইনভেস্টমেন্ট অপারচুনিটি’ শীর্ষক সেমিনারে এ সব কথা বলেন বক্তারা। সেমিনারটি আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন,
"টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য আঞ্চলিক ভারসাম্য রক্ষা করে করিডর উন্নয়ন জরুরি। বিনিয়োগ পরিকল্পনায় গবেষণা ও তথ্যের ভিত্তি থাকা আবশ্যক।"
তিনি আরও বলেন,
"চলমান মেগা প্রকল্পগুলো পুনর্ব্যবচ্ছেদ করা হচ্ছে। পদ্মা সেতু যাত্রীবান্ধব হলেও বিনিয়োগ আহরণে কতটা কার্যকর, তা এখনো প্রশ্নসাপেক্ষ। কর্নফুলী টানেল হয়ে গেলেও কার্যকারিতা সীমিত, আর বিআরটির ৯৮% কাজ শেষ হলেও বাস এখনো চালু হয়নি।"
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন,
"অর্থনৈতিক করিডরগুলোর গুরুত্ব নিয়ে আর কোনো বিতর্ক নেই। টেকসই, অন্তর্ভুক্তিমূলক অবকাঠামো গড়তে হবে যা দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করবে।"
তিনি উন্নয়ন সহযোগীদের সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
সেমিনারে বক্তারা বলেন—
ঢাকা-চট্টগ্রাম করিডর পুনঃউন্নয়নের জন্য নতুন পরিকল্পনা দরকার।
পোশাকনির্ভরতা কমিয়ে রপ্তানির পণ্য বৈচিত্র্য বাড়াতে হবে।
রাস্তা, রেল, বন্দর ও বিমান যোগাযোগ উন্নয়ন করতে হবে।
লজিস্টিক খরচ কমিয়ে ব্যবসার পরিবেশ সহজ করতে হবে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডিবির—
সিনিয়র ইকনোমিক অফিসার বরুণ কুমার দে
সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট মো. নজরুল ইসলাম
লজিস্টিক ও করিডর বিশেষজ্ঞ সব্যসাচী মিত্র
তারা বলেন, এলডিসি উত্তরণের পর শুল্ক ও বাণিজ্য সুবিধা হারানো, বিনিয়োগ ঝুঁকি বৃদ্ধি এবং প্রতিযোগিতায় টিকে থাকা—এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় করিডর এবং সংযোগ উন্নয়ন জরুরি।
আইসিসি সভাপতি মাহবুবুর রহমান
এইচএসবিসি সিইও মো. মাহবুব উর রহমান
এমটিবি এমডি সৈয়দ মাহবুবুর রহমান
অ্যামচ্যাম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ
সানেম নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান
নেপাল এফএনসিসিআই মহাপরিচালক গোফরানা রাজ আওয়াস্তি
২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করছে। এর আগে অর্থনৈতিক করিডর, রপ্তানি সংযোগ এবং পরিবহন অবকাঠামোর কার্যকর উন্নয়ন নিশ্চিত করা না গেলে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হয়ে পড়বে বলে মত বিশ্লেষকদের।