ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৬ মে ২০২৫
আপডেট : ২৬ মে ২০২৫
বিজ্ঞপ্তিতে বলা হয়,
“২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শিল্পে গড়ে দৈনিক ৮২ কোটি ৩০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছিল। ২০২৫ সালের একই সময়ে গড়ে সরবরাহ হয়েছে ৯৯ কোটি ৭০ লাখ ঘনফুট।”
বিশেষভাবে এপ্রিল মাসে সরবরাহ প্রায় ৫০ শতাংশ বেড়েছে। গত বছরের এপ্রিল মাসে সরবরাহ ছিল গড়ে ৭২ কোটি ৬০ লাখ ঘনফুট; এবছর তা দাঁড়িয়েছে ১০৮ কোটি ৮০ লাখ ঘনফুটে।
পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়,
“শিল্পে গ্যাস সংকট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কিছু বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হয়েছে, যা সঠিক নয়।”
জ্বালানি বিভাগ দাবি করে,
“শিল্প খাতে চাহিদা মেটাতে সরকার ৬টি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানি করেছে, যার প্রতি ঘনমিটারের ক্রয়মূল্য ৬৫ টাকা হলেও শিল্পে তা বিক্রি করা হয় ৩০ টাকায়। ফলে সরকার প্রতি ঘনমিটারে ৩৫ টাকা ভর্তুকি দিচ্ছে।”
সরকার জানিয়েছে,
“২৮ মে থেকে দৈনিক আরও ১৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ানো হবে।”
এ পদক্ষেপ শিল্পের গতি বজায় রাখতে সহায়ক হবে বলেও মনে করা হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,
“শিল্পে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ তৎপর। বিভ্রান্তি না ছড়িয়ে বাস্তব তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত।”
সারাংশে, সরকার গ্যাস সরবরাহে উন্নতি দাবি করলেও শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলোর অসন্তোষ এখনও রয়ে গেছে। তবে জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটেছে এবং আরও উন্নতির চেষ্টা চলছে।