রঞ্জু আহমেদ, সৌদি আরব প্রতিনিধি: আন্তজাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বিভিন্ন্য কর্মসুচির আলোকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশাল স্কুল এন্ড কলেজ-ইংরেজি মাধ্যমে ক্ষুদে ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের ৫ থেকে ১২ বছরের ক্ষুদে শিশু-কিশোরদের মধ্যে গতকাল সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান-মেজবাহ উদ্দিন আহমেদ ফিতা কেটে উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আলমগির হোসেন, সদস্য মোহাম্মদ জাবেদ হোসেন, অধ্যক্ষ এস এম মিজানুর রহমানসহ স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষীকারা।

বিচারক এর দায়িত্বে ছিলেন মিসেস সোনালি আলমগীর, মিসেস জুবাইদা খানম, মিসেস, ফাতেমা খাতুন, মিসেস আজমিরা আক্তার, মিসেস কানিজ ফাতেমা। আগামি ২১ ফেব্রুয়ারী বিজয়ীদের হাতে সার্টিফিকেটসহ পুরস্কার তুলে দেওয়া হবে।

আরও সংবাদ

Write a comment

Your email address will not be published. Required fields are marked *