কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বিজনেসে সফলতা ধরে রাখতে মিশিগানে শুভ উদ্বোধন হলো বাংলাদেশি মালিকানাধীন এ মার্ট গ্রোসারি এন্ড হালাল বাইট এক্সপ্রেস রেস্টুরেন্ট। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ম্যাডিসন হাইটসে ১২ মাইলে অবস্থিত এ মার্ট গ্রোসারি এন্ড হালাল বাইট এক্সপ্রেস রেস্টুরেন্ট বাংলাদেশী, ইন্ডিয়ান, পাকিস্তানী গ্রোসারী সামগ্রীসহ বাংলাদেশী সব ধরনের মাছ, মাংস, টাটকা শাক সবজি, ফলমুলসহ প্রতিদিনের প্রয়োজনীয় গ্রোসারী ফ্রোজেন এবং বেকারী সামগ্রী পাওয়া যাবে। এছাড়াও বিশ্বের যে কোনো দেশে মানি ট্রান্সফারসহ হালাল বাইট এক্সপ্রেস রেস্টুরেন্টে মানসন্মত খাবার পাওয়া যাবে।

গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।f

আরও সংবাদ

Write a comment

Your email address will not be published. Required fields are marked *