বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া গুলশানের বাসা থেকে সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যাবেন।”
উল্লেখযোগ্য যে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া চলতি বছরের শুরুতে ৭ জানুয়ারি বাংলাদেশ ছাড়েন এবং ৮ জানুয়ারি লন্ডনে পৌঁছান।
তিনি লন্ডনের London Clinic-এ টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন।
পরবর্তীতে ২৫ জানুয়ারি থেকে লন্ডনে তার ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রস এর তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ডায়াবেটিস ও হার্টজনিত জটিলতায় ভুগছেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে নিয়মিত পর্যবেক্ষণ ও পরীক্ষা করাতে হয়।
দেশে ফেরার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
#খালেদাজিয়া #বিএনপি #এভারকেয়ারহাসপাতাল #স্বাস্থ্যপরীক্ষা #লন্ডনচিকিৎসা #বাংলাদেশরাজনীতি #BNPNews #KhaledaZiaHealth
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers