ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫
আপডেট : ১৫ জুলাই ২০২৫
সোমবার রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুটের সঙ্গে সাক্ষাতে ড. ইউনূস এই মন্তব্য করেন।
তিনি বলেন,
“আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, দেশ ছিল একপ্রকার ধ্বংসস্তূপ। যেন ভূমিকম্প-পরবর্তী ভয়াবহ অবস্থা। তখন আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু উন্নয়ন সহযোগীরা আমাদের পাশে দাঁড়িয়েছে, যার ফলে আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি।”
ড. ইউনূস বলেন,
“২০২৪ সালের জুলাই মাসে আমাদের তরুণরা যে ভূমিকা রেখেছে, তা জাতিকে এক নতুন স্বপ্ন দেখিয়েছে। বিশেষ করে মেয়েরা ও নারীদের অংশগ্রহণ ছিল অসাধারণ। তরুণরাই আজকের বাংলাদেশের কেন্দ্রবিন্দু। আমাদের নীতিনির্ধারণে তাঁদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে।”
ড. ইউনূস বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানিয়ে বলেন—
“বাংলাদেশকে যেন শুধুই একটি ভূগোল হিসেবে না দেখা হয়, বরং একটি সম্ভাবনাময় অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করা উচিত। যদি বাংলাদেশ সমৃদ্ধ হয়, পুরো দক্ষিণ এশিয়াই উপকৃত হবে।”
বৈঠকে ড. ইউনূস বলেন,
“যেহেতু অনেক দেশে তরুণদের সংখ্যা হ্রাস পাচ্ছে, আমরা সেই দেশগুলোর উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছি যেন তারা তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করে। আমরা শিল্প খাতে সব ধরনের সহায়তা দেবো, যাতে বাংলাদেশ হয়ে ওঠে আন্তর্জাতিক উৎপাদন হাব।”
#ডইউনূস #বাংলাদেশগণঅভ্যুত্থান #তরুণঅভ্যুত্থান২০২৪ #বিশ্বব্যাংকবাংলাদেশ #ইতিহাসেরগর্ব #বাংলাদেশউন্নয়ন #জুলাইঅভ্যুত্থান #বাংলাদেশঅর্থনীতি #YoungBangladesh #YouthRevolutionBD #BangladeshFuture