ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫
আপডেট : ১৫ জুলাই ২০২৫
সোমবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, সচিব আবু তাহের মো. মাসুদ রানা, এবং মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা স্কুলগুলোর মান নিয়ে জানতে চাইলে ড. বিধান রঞ্জন জানান,
“যেসব স্কুল ভালো করছে, সেগুলোর পেছনে প্রধান শিক্ষকের দক্ষতা এবং সহকর্মীদের সঙ্গে তার সম্পর্ক একটি বড় কারণ।”
তিনি বলেন, “বহু অর্থ ব্যয় করে অবকাঠামো উন্নয়ন করা হলেও শিক্ষার মূল গুণগত মান এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি।”
ড. ইউনূস বলেন,
“যোগ্যদেরই প্রধান শিক্ষক করতে হবে। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দিতে হবে। কেবল চাকরির বয়স নয়, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও উদ্ভাবনী চিন্তা বিবেচনায় আনতে হবে।”
তিনি নির্দেশ দেন, সরকারি কর্ম কমিশনের (PSC) সঙ্গে সমন্বয় করে দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে।
প্রধান উপদেষ্টা বদলির ক্ষেত্রে তদবির ও অশুভ প্রভাব রোধে সুনির্দিষ্ট নীতিমালা গঠনের নির্দেশ দেন।
তিনি বলেন,
“এক উপজেলায় চাকরি নিয়ে পরে অন্য উপজেলায় বদলি চান অনেকে। তখন নানা সুপারিশ নিয়ে ঘোরাঘুরি শুরু হয়। এখন থেকে সুশৃঙ্খল বদলি নীতিমালার মাধ্যমে এই প্রক্রিয়া চালাতে হবে।”
প্রফেসর ইউনূস স্কুল ভবনের নকশা ও অবকাঠামো তৈরির সময় নারীবান্ধব চিন্তার বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি বলেন,
“প্রতিটি ভবন পরিকল্পনায় একজন নারী স্থপতি রাখা বাধ্যতামূলক করতে হবে। মেয়েদের চাহিদা অনুযায়ী টয়লেট, নিরাপত্তা, হেলথ কর্নার—এসব সুবিধা থাকতে হবে।”
প্রাথমিক বিদ্যালয়গুলোকে ধাপে ধাপে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপনের বিষয়েও জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২,০০০+ শূন্য প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের নির্দেশ
যোগ্যতা ও অভিজ্ঞতা ভিত্তিক নিয়োগের ওপর গুরুত্ব
বদলিতে তদবিরমুক্ত স্বচ্ছ নীতিমালা প্রণয়নের নির্দেশ
স্কুল ভবন নির্মাণে নারীবান্ধব নকশা ও নারী স্থপতির অংশগ্রহণ
সব স্কুলে ইন্টারনেট সংযোগ ও ডিজিটাল ক্লাসরুম গঠনের নির্দেশনা
#প্রাথমিকশিক্ষা #প্রধানশিক্ষকনিয়োগ #ডইউনূস #শিক্ষাক্ষেত্র #বাংলাদেশশিক্ষা #নারীবান্ধবস্কুল #PSCনিয়োগ #PrimaryTeacherRecruitment #SmartClassroomBD