ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫
আপডেট : ১৫ জুলাই ২০২৫
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে ‘জুলাই কন্যা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিকশা র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়, যার নেতৃত্বে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
উপদেষ্টা আরও বলেন, “সমাজে পুরুষতন্ত্র এখনও টিকে আছে, আর এই পুরুষতন্ত্রই নারীদের পেছনে ঠেলে দিতে চায়। আজকের অনুষ্ঠানে ‘জুলাই কন্যারা’ যে বক্তব্য দিয়েছে, তার প্রতিটি কথার সঙ্গে আমি একমত। সরকারের একজন সদস্য হিসেবে বলছি—যদি এখনও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তবে সেটি আমাদের স্পষ্ট ব্যর্থতা।”
তিনি জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে রিকশাচালকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, “রিকশাচালকদের অবদান আমরা ভুলিনি। তাদেরকে স্যালুট জানাই। ইতিহাসে তারা একটি সাহসী অংশ।”
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া রিকশা র্যালিটি খামারবাড়ি ও আগারগাঁও হয়ে মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
#জুলাই_কন্যা_দিবস #নারীর_নিরাপত্তা #ফরিদা_আখতার #নারীর_অধিকার #পুরুষতন্ত্র_বিরোধী #বাংলাদেশ #মহিলা_ও_শিশু_মন্ত্রণালয় #রিকশা_র্যালি #গণঅভ্যুত্থান #নারী_অগ্রগতি