ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫
আপডেট : ২৩ জুলাই ২০২৫
বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এর প্রেসিডেন্ট ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)-এর চেয়ারম্যান মহসীন রাজা নাকভী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি।
🔸 অন অ্যারাইভাল ভিসা চুক্তি চূড়ান্ত পর্যায়ে
🔸 পুলিশ প্রশিক্ষণে সমঝোতার প্রস্তাব
🔸 রোহিঙ্গা সংকট নিয়ে সমর্থন চাওয়া
🔸 মাদক ও সন্ত্রাস দমন বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের পরিকল্পনা
🔸 দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালুর ইঙ্গিত
🔸 পারস্পরিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ
“বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ ভাগাভাগি করে নিতে পারে। আমরা চাচ্ছি, পরস্পরকে সহযোগিতা করে চলমান সমস্যাগুলো মোকাবিলা করতে।”
তিনি আরও জানান, পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের স্থায়ী ভবন নির্মাণ কাজ চলছে। এরইমধ্যে এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) প্রদান চালু হয়েছে, ভবিষ্যতে ই-পাসপোর্ট কার্যক্রমও শুরু হবে।
মহসীন রাজা নাকভী বলেন, “আমরা সন্ত্রাসবাদ দমনে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই শুধু পাকিস্তানের নয়, গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আমাদের অভিজ্ঞতা থেকে লাভবান হতে পারে।”
তিনি আরও বলেন, “মাদক এখন পাকিস্তানের দ্বিতীয় প্রধান সমস্যা, যা আফগানিস্তান থেকে আসছে।” জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “বাংলাদেশেও মাদক একটি বড় চ্যালেঞ্জ, যা মূলত মিয়ানমার সীমান্ত থেকে প্রবেশ করে।”
দুই দেশের মধ্যে পুলিশ একাডেমির প্রশিক্ষণ বিনিময় নিয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তাব দেন পাকিস্তানের মন্ত্রী।
জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশের সারদা পুলিশ অ্যাকাডেমি উপমহাদেশের অন্যতম প্রাচীন ও সুপ্রতিষ্ঠিত প্রশিক্ষণ কেন্দ্র।”
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তারা রোহিঙ্গাদের পাসপোর্ট দিচ্ছে আলাদা কোডে, যাতে তারা চিহ্নিত থাকে।
বাংলাদেশের উপদেষ্টা বলেন, “আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। এই বোঝা দীর্ঘদিন বহন করা আমাদের পক্ষে সম্ভব নয়। প্রত্যাবাসনের ক্ষেত্রে পাকিস্তানের সহায়তা চাই।”
বৈঠকে উত্তরায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় পাকিস্তান সরকারের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান মহসীন নাকভী।
মো. খোদা বখস চৌধুরী (প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী)
নাসিমুল গনি (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব)
মুহাম্মদ ওয়াসিফ (পাকিস্তান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স)
#বাংলাদেশ_পাকিস্তান
#স্বরাষ্ট্র_উপদেষ্টা
#মাদক_দমন
#সন্ত্রাস_বিরোধী_সহযোগিতা
#রোহিঙ্গা_প্রত্যাবাসন
#PoliceTraining
#SouthAsiaPolitics
#বাংলাদেশ_দূতাবাস