ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫
আপডেট : ২৩ জুলাই ২০২৫
বুধবার (২৩ জুলাই) বিকেল ৩টা থেকে রাজধানীর গুলশানে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন 'যমুনা'-তে শুরু হয় ১৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাসভা।
আজকের বৈঠকে অংশ নিয়েছে নিচের দলগুলো:
রাষ্ট্র সংস্কার আন্দোলন
গণসংহতি আন্দোলন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
নাগরিক ঐক্য
জেএসডি
এলডিপি
এবি পার্টি
গণঅধিকার পরিষদ
সিপিবি
বাসদ
খেলাফত মজলিস
১২ দলীয় জোট
গণফোরাম
প্রেস উইং সূত্র জানিয়েছে, আলোচনার মূল বিষয় ছিল উত্তরার বিমান দুর্ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি, প্রশাসনিক জবাবদিহিতা এবং রাজনৈতিক ঐক্য।
গতকাল মঙ্গলবার রাতেও প্রধান উপদেষ্টা পৃথক এক বৈঠকে চারটি গুরুত্বপূর্ণ দলের সঙ্গে আলোচনা করেন।
উক্ত চার দল হলো:
🔹 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
🔹 বাংলাদেশ জামায়াতে ইসলামী
🔹 ইসলামী আন্দোলন বাংলাদেশ
🔹 জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের জানান, “আজকের বৈঠকে আমন্ত্রণ পেয়ে আমরা অংশ নিয়েছি। গতকাল চার দলের সঙ্গে আলোচনা হয়েছে, আজ আরও কটি দলের সঙ্গে বৈঠক হচ্ছে। আমরা জাতীয় পরিস্থিতি নিয়ে গঠনমূলক আলোচনায় অংশ নিচ্ছি।”
গত সপ্তাহে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়, যাতে হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় জনগণের মাঝে ব্যাপক উদ্বেগ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, যার প্রেক্ষিতে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার উদ্যোগ নেন প্রধান উপদেষ্টা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধান উপদেষ্টার এই ধারাবাহিক বৈঠক জাতীয় ঐক্য এবং স্বচ্ছ জবাবদিহিতা প্রতিষ্ঠার দিকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ।
আশা করা হচ্ছে, এ থেকে একটি জাতীয় ঐক্যমতের ভিত্তি তৈরি হবে।
#প্রধান_উপদেষ্টা
#বিমান_দুর্ঘটনা
#উত্তরা_বিধ্বস্ত
#রাজনৈতিক_বৈঠক
#জাতীয়_ঐক্য
#ড_মুহাম্মদ_ইউনূস
#BangladeshPolitics
#EmergencyTalks