ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫
আপডেট : ২৩ জুলাই ২০২৫
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর শিক্ষা মন্ত্রণালয়কে ঘিরে চলমান বিতর্কের মাঝে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন—
“নিজে থেকে পদত্যাগ করবো না। তবে সরকার (প্রধান উপদেষ্টা) যদি সরে যেতে বলেন, তখনই চলে যাবো।”
এর আগে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন।
গত মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক দিবসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের ফটক ভেঙে প্রবেশ করে এবং শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করে।
পরিস্থিতির প্রেক্ষিতে সরকার শিক্ষা সচিবকে প্রত্যাহার করে নেয়, যা আরও বিতর্ক সৃষ্টি করে।
🔹 “কোনো গাফিলতি হয়নি, তা বোঝানোর চেষ্টা করছি”
🔹 “সচিবকে অব্যাহতি দেওয়া উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত, আমি জড়িত নই”
🔹 “নিজে থেকে পদত্যাগের অভিপ্রায় নেই”
🔹 “আমাকে যেতে বলা হলে, আমি অবশ্যই যাবো— আঁকড়ে থাকার কিছু নেই”
তিনি আরও বলেন:
“আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করছি। কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না।”
সাংবাদিকরা প্রশ্ন করেন: “আপনার দায়িত্বে থাকা উচিত কি না?”
উত্তরে সি আর আবরার বলেন:
“রায় আপনারাই দিয়ে দিচ্ছেন। আমার এখানে বলার কিছু নেই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিক্ষা সচিবকে সরানো হলেও উপদেষ্টা পদে থাকা নিয়ে জনমনে প্রশ্ন রয়ে গেছে। এই পরিস্থিতিতে উপদেষ্টার এই ‘সরকার বললে চলে যাব’ বক্তব্য পরিস্থিতিকে আরও শিথিল করতে পারে, তবে ছাত্র আন্দোলনের চাপ অব্যাহত রয়েছে।
#শিক্ষা_উপদেষ্টা
#সি_আর_আবরার
#উত্তরা_বিমান_দুর্ঘটনা
#শিক্ষা_মন্ত্রণালয়
#শিক্ষার্থীদের_বিক্ষোভ
#পদত্যাগ_চাপ
#বাংলাদেশ_রাজনীতি