বিপ্লর তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫
আপডেট : ০৬ জুলাই ২০২৫
শুক্রবার বিকেলে খাগড়াছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে ধর্মীয় আলোচনা সভার মাধ্যমে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা হয়। সেখানে ভক্তদের উদ্দেশ্যে রথযাত্রার তাৎপর্য ও ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রার জীবনাদর্শ নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে শুরু হয় উল্টো রথের শোভাযাত্রা, যা কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শান্তিনগর, খাগড়াছড়ি গেইট হয়ে শ্রী শ্রী বঙ্কুবিহারী ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও হাজারো ভক্ত অংশগ্রহণ করেন।
রথযাত্রা উৎসব মূলত ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন যাত্রার স্মারক হিসেবে পালিত হয়। তিনটি রথে পৃথকভাবে অবস্থান করেন ভগবান বলরাম, সুভদ্রা ও শ্রীকৃষ্ণ।
বলরামের রথ: তালধ্বজ নামের এই রথের রশির নাম বাসুকি নাগ। সারথি সাত্যকি, পতাকার নাম উন্যানী।
সুভদ্রার রথ: দর্পদলন নামে পরিচিত। পতাকার নাম নদম্বিকা, রশির নাম স্বর্ণচূড়া নাগুনি।
শ্রীকৃষ্ণের রথ: (এই প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ নেই, তবে প্রচলিত নাম ‘নন্দীঘোষ’।)
প্রতিটি রথে থাকেন ৯ জন করে দেবতা/দেবী, যা ভক্তদের বিশেষভাবে আকৃষ্ট করে।
শোভাযাত্রা সফল করতে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন:
সনাতন সমাজ কল্যাণ পরিষদ, সদর উপজেলা শাখা
বাগীশিক, খাগড়াছড়ি জেলা শাখা
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট
জাগো হিন্দু পরিষদ সহ আরও অনেক সংগঠনের নেতৃবৃন্দ।
#উল্টো_রথ
, #রথযাত্রা_২০২৫
, #খাগড়াছড়ি
, #ISCON
, #সনাতন_ধর্ম
, #লক্ষীনারায়ণ_মন্দির
, #শোভাযাত্রা
, #বাংলাদেশ_হিন্দু_উৎসব