ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৫ মে ২০২৫
আপডেট : ২৫ মে ২০২৫
📍 তিনি এ মন্তব্য করেন রবিবার (২৫ মে) দুপুরে, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের আয়োজিত সিএমজেএফ টক অনুষ্ঠানে।
🗣️ শফিকুল আলম যা বললেন:
“বিশ্বের বড় বড় কোম্পানিগুলো যেন চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ম্যানেজ করতে পারে, সে ব্যবস্থা করতে চাই।”
“ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীরা তিন বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন।”
📌 বন্দর নিয়ে রাজনৈতিক বিতর্কের পেছনে কী?
▪️ গত ১৪ মে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
▪️ সেখানে তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিণ্ড... একে শক্তিশালী না করলে দেশ টিকবে না।”
▪️ এরপরই শুরু হয় বিতর্ক—বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে কি না
🚧 সংস্কার না, হস্তান্তর?—দাবি রাজনৈতিক দলগুলোর
▪️ প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন
▪️ বিদেশি নিয়ন্ত্রণের বিরুদ্ধে সড়কে প্রতিবাদ
▪️ দাবি: “বন্দর জাতীয় সম্পদ—বিদেশিদের হাতে নয়”
🗳️ জাতীয় নির্বাচন নিয়েও প্রেস সচিবের মন্তব্য:
▪️ “৩০ জুন ২০২৬-এর মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে”
▪️ “এই সরকার শুধু নির্বাচন নয়, সংস্কার ও বিচার নিয়েও দায়িত্বে রয়েছে”
▪️ “আগের অন্তর্বর্তী সরকার নির্বাচনই করত, এবার দায়িত্ব আরও বিস্তৃত”
🏗️ চট্টগ্রাম বন্দরের গুরুত্ব:
▪️ দেশের ৯০% আমদানি-রপ্তানি এই বন্দর ঘিরেই
▪️ প্রতি বছর প্রায় ৩০ বিলিয়ন ডলারের পণ্য পরিবাহিত হয়
▪️ বর্তমান অবকাঠামো দিয়ে ক্রমবর্ধমান চাহিদা মেটানো কঠিন হচ্ছে—বিশেষজ্ঞরা বলছেন