ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৫ মে ২০২৫
আপডেট : ২৫ মে ২০২৫
বৈঠক দুটি অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় ‘যমুনা’-তে। প্রথম দফা বৈঠক শুরু হবে বিকেল ৫টা, দ্বিতীয় দফা বিকেল ৬টায়।
বৈঠকে অংশ নেবেন মূলধারার ১১ প্রগতিশীল ও বামপন্থী নেতা:
কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রম – এলডিপি
মাহমুদুর রহমান মান্না – নাগরিক ঐক্য
সাইফুল হক – বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
জুনায়েদ সাকী – গণসংহতি আন্দোলন
হাসনাত কাইয়ুম – প্রগতিশীল গণতন্ত্রিক মঞ্চ
মুজিবর রহমান মঞ্জু – সাবেক ছাত্রনেতা
মুজাহিদুল ইসলাম সেলিম – কমিউনিস্ট পার্টি
খালেকুজ্জামান ভূঁইয়া – বাসদ
টিপু বিশ্বাস – ইউনাইটেড ফ্রন্ট
শেখ রফিকুল ইসলাম বাবলু – বাংলাদেশ লেবার পার্টি
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন – প্রগতিশীল নেতা
বৈঠকে অংশ নেবেন ৯ জন ইসলামপন্থী নেতা ও একজন ছাত্র আন্দোলনের প্রতিনিধি:
মাওলানা সাদিকুর রহমান – খেলাফত মজলিস
মাওলানা রেজাউল করিম – ইসলামী আন্দোলন বাংলাদেশ
মাওলানা মামুনুল হক – বাংলাদেশ খেলাফত মজলিস
মাওলানা আহমেদ আব্দুল কাদের – জমিয়তে উলামায়ে ইসলাম
মাওলানা আজিজুল হক ইসলামাবাদি – ইসলামী ঐক্যজোট
মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী – চরমোনাই পন্থী
নুরুল হক নূর – রাষ্ট্রচিন্তা ও সাবেক ডাকসু ভিপি
মাওলানা মুসা বিন ইজহার – ইসলামী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট
মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি – ইসলামী ফ্রন্ট
সূত্র বলছে, আজকের দুই দফা বৈঠকে বিচার, নির্বাচন, সংস্কার ও জাতীয় ঐকমত্য সনদ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। একইসঙ্গে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে একটি সুষ্ঠু নির্বাচন এবং স্থিতিশীল রূপান্তর নিশ্চিত করার চেষ্টা চলছে।
এর আগে শনিবার (২৪ মে) বিএনপি, জামায়াতে ইসলামি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যেখানে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব ও আপত্তি তুলে ধরেন।