স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫
আপডেট : ২৫ মে ২০২৫
এই ম্যাচ ঘিরে প্রস্তুতি ক্যাম্পের সূচি একদিন এগিয়ে ৩০ মে নির্ধারণ করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিবর্তন আনছে ঘরোয়া লিগের শেষ রাউন্ডের সূচিতে।
রোববার (২৫ মে) বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান স্বাক্ষরিত একটি সংশোধিত ফিকশ্চার ক্লাবগুলোর কাছে পাঠানো হয়েছে। এতে দেখা যায়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের পাঁচটি ম্যাচের মধ্যে চারটিই ২৯ মে থেকে এগিয়ে এনে ২৭ মে নির্ধারণ করা হয়েছে। কেবল চট্টগ্রাম আবাহনী ও ফর্টিজের ম্যাচটি ২৯ মে অনুষ্ঠিত হবে আগের সূচি অনুযায়ী।
জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প এগিয়ে আসায় এই রদবদল করা হয়েছে বলে জানিয়েছে বাফুফে। ২৭ মে আটটি দলের খেলা শেষ হলে, তাদের খেলোয়াড়রা দুই দিন বিশ্রামের সুযোগ পাবেন। এতে করে ৩০ মে শুরু হওয়া ক্যাম্পে তারা আরও প্রস্তুত ও চাঙ্গা হয়ে যোগ দিতে পারবেন।
এশিয়ান কাপ বাছাইয়ের আগে একটি প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচও খেলবে বাংলাদেশ। ৪ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে এই ম্যাচটি আয়োজিত হবে। ধারণা করা হচ্ছে, ভুটান দল ১ বা ২ জুনের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছাবে।
জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা ও তার স্টাফরা ইতোমধ্যেই সম্ভাব্য স্কোয়াড নিয়ে কাজ শুরু করেছেন। আসন্ন সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে এই ক্যাম্প ও প্রীতি ম্যাচ গুরুত্বপূর্ণ প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।