ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৫ মে ২০২৫
আপডেট : ২৫ মে ২০২৫
তিনি বলেন, সংশ্লিষ্ট প্রশাসন এই বিষয়ে পূর্ণ প্রস্তুতি নিয়েছে এবং দ্রুততম সময়ে পরিচ্ছন্নতার নিশ্চয়তা দিচ্ছে।
রোববার (২৫ মে) কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, কাঁচা চামড়ার সুষ্ঠু বিপণন এবং আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন,
“প্রথম দিনেই কোরবানির ৯০ শতাংশ হয়ে যায়। এরপর বাকি দুই দিনে কম পরিমাণ কোরবানি হয়। এজন্য বর্জ্য দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসকরা আমাদের নিশ্চয়তা দিয়েছেন, ১২ ঘণ্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করবেন। আমি এজন্য তাদের ধন্যবাদ জানাই।”
চামড়া নিয়ে দীর্ঘদিনের সমস্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন,
“প্রতিবারই অনেক চামড়া নষ্ট হয়ে যায়, আবার যারা গরিব-এতিম, মাদ্রাসার জন্য চামড়া সংগ্রহ করেন, তারা ন্যায্য মূল্য পান না। এবার আমরা এমন ব্যবস্থা নিয়েছি, যেন চামড়ার সঠিক মূল্য নিশ্চিত হয়। কারণ এটি গরিবের হক।”
গরুর হাটে আদায় হওয়া হাসিল (কমিশন) প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“আমরা চেষ্টা করছিলাম হাসিল ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশে আনা যায় কি না। এবারের জন্য সম্ভব হয়নি, তবে ভবিষ্যতে এটি কার্যকর করার চেষ্টা থাকবে। যদিও আমরা তখন থাকব না, তবু এ কাজের ভিত্তি রেখে যাচ্ছি।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রাজধানীর দুই পাশে মোট ২০টি পশুর হাট বসানো হবে। প্রত্যেকটি হাটে থাকবে পর্যাপ্ত আনসার সদস্য, চিকিৎসক দল, এবং পশু পরিদর্শক।
তিনি বলেন,
“অনেক সময় হাটে কেউ অসুস্থ হয়ে পড়েন বা অসুস্থ পশু বিক্রির চেষ্টা করা হয়। এজন্য প্রতিটি হাটেই চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রেতা-বিক্রেতার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে।”
কোরবানির বর্জ্য ১২ ঘণ্টায় অপসারণের প্রস্তুতি
চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতের উদ্যোগ
হাটে ৫% হাসিল কমিয়ে ভবিষ্যতে ৩% করার প্রচেষ্টা
প্রতিটি হাটে চিকিৎসক, আনসার ও পশু পরিদর্শকের ব্যবস্থা
২০টি হাটে নিরাপত্তা নিশ্চিতের পরিকল্পনা