ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৫ মে ২০২৫
আপডেট : ২৫ মে ২০২৫
রবিবার (২৫ মে) সকাল ১১টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে ‘রিল্যাপ্স প্রতিরোধে পরিবারের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এমন মন্তব্য করেন।
আয়োজক ছিল আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাইকোলজিস্ট ডা. মোঃ আখতারুজ্জামান সেলিম।
ডা. আখতারুজ্জামান সেলিম বলেন, “পরিবারের সদস্যরা যদি ক্লায়েন্টকে সমালোচনার বদলে ভালোবাসা ও সহানুভূতির সাথে গ্রহণ করেন এবং স্বাস্থ্যকর রুটিন গঠনে সহায়তা করেন, তবে রিল্যাপ্স প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারেন।”
তিনি আরও বলেন, “রিল্যাপ্সের লক্ষণ পর্যবেক্ষণ করে সুনির্দিষ্টভাবে তা চিহ্নিত করা এবং ক্লায়েন্টকে নিয়মিত ফলোআপ সেশনে অংশ নিতে উৎসাহিত করাও পরিবারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।”
সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও রিল্যাপ্স প্রতিরোধে পারিবারিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশনের নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের সিনিয়র সাইকোলজিস্ট রাখি গাঙ্গুলী, কেন্দ্র ব্যবস্থাপক মোসাঃ মানুয়ারা, সহকারী ব্যবস্থাপক রোজিনা খাতুন, কাউন্সেলর মাহমুদা আলম, কেস ম্যানেজার শরিফা খাতুনসহ সংশ্লিষ্ট অনেকে।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে শ্যামলিতে অবস্থিত আহ্ছানিয়া মিশনের নারী পুনর্বাসন কেন্দ্র মাদকনির্ভরশীল নারীদের জন্য নিরবচ্ছিন্ন চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করে আসছে। কেন্দ্রটি শুধুমাত্র চিকিৎসা নয়, বরং দীর্ঘমেয়াদে সুস্থ জীবনযাত্রা নিশ্চিত করতে পারিবারিক ভূমিকার ওপরও গুরুত্ব দিয়ে থাকে।