ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫
আপডেট : ১৫ জুলাই ২০২৫
প্রতি মাসে একবার এই ফ্লাইট পরিচালনা করা হবে এবং প্রতিটি ফ্লাইটে আনুমানিক যাত্রাসময় হবে আট ঘণ্টা। সিদ্ধান্তটি এসেছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া-এর অনুমোদনের পর।
রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়—
“এই প্রথম রাশিয়া ও উত্তর কোরিয়ার রাজধানীর মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। যাত্রী চাহিদা বিশ্লেষণ করে ভবিষ্যতে ফ্রিকোয়েন্সি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।”
এর আগে জুন মাসে রেল যোগাযোগ পুনরায় চালু করে রাশিয়া ও উত্তর কোরিয়া। এবার আকাশপথে যোগাযোগ শুরু হচ্ছে, যা দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের আরও ঘনিষ্ঠতা নির্দেশ করে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন:
“রেল সংযোগ পুনরায় চালুর পর এখন বিমান সংযোগ সম্প্রসারণে কাজ করছে মস্কো ও পিয়ংইয়ং।”
এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বর্তমানে চীনে অবস্থান করছেন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে। বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে তিয়ানজিন শহরে, যেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাঁকে স্বাগত জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, এই বিমান সংযোগ শুধু পরিবহন নয়— রাশিয়া, উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত ঘনিষ্ঠতারও ইঙ্গিত দেয়।
#RussiaNorthKorea #DirectFlight #MoscowPyongyang #NordwindAirlines #Geopolitics #RussiaAsiaRelations #NorthKoreaNews #RussiaTransport #SCO #LavrovInChina #ChinaRussiaTies #PyongyangFlight #MariaZakharova