ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৩ মে ২০২৫
আপডেট : ২৩ মে ২০২৫
শুক্রবার (২৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিদ্যা সমিতির ২৪তম জাতীয় সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
রিজওয়ানা বলেন, “নির্বাচনের জন্য সময়সীমা পরিষ্কার: ডিসেম্বর থেকে জুন। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজেই এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোরও কারণ নেই।”
তিনি বলেন, “এই সরকার শুধু নির্বাচন আয়োজন করতে আসেনি। সংস্কার, বিচার এবং নির্বাচন—এই তিনটি উদ্দেশ্য সামনে রেখেই আমাদের দায়িত্ব পালন চলছে।”
প্রধান উপদেষ্টার (ড. মুহাম্মদ ইউনূস) পদত্যাগ নিয়ে প্রশ্নে রিজওয়ানা বলেন, “উনার দায়িত্বপালনের বিষয়টি সময়সাপেক্ষ হতে পারে। এসব বিষয়ে সঠিক তথ্য স্যারের (প্রধান উপদেষ্টা) কাছ থেকেই পাওয়া উচিত।”
চাপ প্রসঙ্গে তিনি বলেন, “সবচেয়ে বড় চাপ হলো, আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করছি কিনা। তার বাইরে কোনো চাপ নেই।”
তিনি যোগ করেন, “যে সমস্যাগুলো রয়েছে—যেমন যানজট, রাস্তায় প্রতিবন্ধকতা—এসব রাজনৈতিক সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।”
তিনি আরও জানান, ঢাকার চারটি নদী দূষণমুক্ত করতে বিশ্বব্যাংক ও এডিবির সঙ্গে চুক্তি হয়েছে, যার আওতায় তুরাগ নদী দিয়ে কার্যক্রম শুরু হবে।
মধুপুর এলাকায় গারো জনগোষ্ঠীর বিরুদ্ধে বন বিভাগের করা মামলাগুলো প্রত্যাহারের আশ্বাস দিয়ে তিনি জানান, “ভূমি জটিলতা নিরসনে ২৪ মে থেকে সীমানা নির্ধারণের কাজ শুরু হবে।”