ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৩ মে ২০২৫
আপডেট : ২৩ মে ২০২৫
শুক্রবার (২৩ মে) ইন্ডিয়া টুডে, এনডিটিভি ও হিন্দু বিজনেস লাইনসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের নৌবাহিনীর জন্য ৮০০ টন ওজনের একটি টাগ বোট সরবরাহের উদ্দেশ্যে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSE)-এর সঙ্গে প্রায় ২১০ লাখ ডলারের একটি চুক্তি হয়েছিল। ২০২৩ সালের জুলাইয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এটি ছিল ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা ঋণ চুক্তির আওতায় প্রথম বড় ধরনের ক্রয়াদেশ।
গত সপ্তাহে ভারত সরকার বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য স্থলপথে পরিবহনের ওপর নিষেধাজ্ঞা দেয়। ভারতীয় মিডিয়া দাবি করছে, এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় বাংলাদেশ চুক্তি বাতিল করেছে।
ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় "সেভেন সিস্টার্স" অঞ্চলকে ‘স্থলবেষ্টিত’ উল্লেখ করে সেখানে বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে, চীনকে এই অঞ্চল ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের ইঙ্গিত দেওয়াতেও ভারতের প্রতিক্রিয়া এসেছে বলে দাবি করছে প্রতিবেদনটি।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ GRSE প্রতিষ্ঠানটি ভারতের পুঁজিবাজারকে জানিয়েছে, “বাংলাদেশ সরকার টাগ বোট ক্রয়াদেশ বাতিল করেছে।”
হিন্দু বিজনেস লাইন-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ও GRSE-এর মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমেই চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়েছে।
ভারতীয় মিডিয়া অনুসারে, ২০২৩ সালে ঢাকার সঙ্গে নয়াদিল্লির ৫০০ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ঋণ সহায়তা চুক্তি হয়, এবং GRSE-এর সঙ্গে টাগ বোট চুক্তি ছিল সেই ঋণের আওতাভুক্ত প্রথম বড় প্রকল্প।
গত ৮ বছরে ভারত বাংলাদেশকে লাইন অব ক্রেডিটের আওতায় মোট ৮ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, যা শেখ হাসিনার সরকার আমলে অনুমোদিত হয়।
🔍 দ্রষ্টব্য: এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে আন্তর্জাতিক ও স্থানীয় মহল।