ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫
আপডেট : ২৩ জুলাই ২০২৫
তিনি জানান, তেহরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে, আন্তর্জাতিক চাপে তা বন্ধ হবে না।
“ইসরায়েল আমাদের ক্ষতি করেছে, আমরাও তাদের করেছি। তারা আমাদের বিজ্ঞানীদের হত্যা করেছে, কিন্তু আমরা তাদের ভিতরে প্রবল আঘাত হেনেছি—যা তারা স্বীকার করছে না,” — বলেন পেজেশকিয়ান।
১২ দিনের সাম্প্রতিক সংঘাতের পর এটিই পেজেশকিয়ানের প্রথম গণমাধ্যমে উপস্থিতি।
তিনি বলেন,
“যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী নই। আমাদের প্রতিরক্ষা ও প্রস্তুতি সবসময় জারি থাকবে। ট্রাম্প বলেছে আমরা পারমাণবিক কর্মসূচি শেষ করে ফেলেছি— এটা বিভ্রম। আমাদের শক্তি স্থাপনায় নয়, মানুষের মনে।”
তবে তিনি যুক্ত করেন, ইরান পারমাণবিক অস্ত্র নয়, শান্তিপূর্ণ প্রযুক্তি চায়। এটি তাদের ধর্মীয় ও কৌশলগত অবস্থান বলেও উল্লেখ করেন।
সাক্ষাৎকারে এক প্রশ্নে পেজেশকিয়ান বলেন,
“আমরা কাতারে নয়, কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছি। এটি কাতারের জনগণের বিরুদ্ধে নয়, বরং মার্কিন আগ্রাসনের জবাব।”
তিনি জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ফোন করে ব্যাখ্যাও দিয়েছেন।
পেজেশকিয়ান দাবি করেন, ইসরায়েল তাকে হত্যা করতে চেয়েছিল।
“শীর্ষ জেনারেলদের হত্যার পর তারা রাজনৈতিক নেতৃত্বকে টার্গেট করে। কিন্তু তাদের অপারেশন ব্যর্থ হয়েছে। ইরানকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে উত্খাত করাই ছিল উদ্দেশ্য।”
তিনি বলেন, যুদ্ধবিরতির আগে ইরানে ৯০০ জনের বেশি নিহত হন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
ইসরায়েলের পক্ষ থেকে মৃতের সংখ্যা ২৮ জন বলে জানানো হয়েছে।
#ইরানইসরায়েল
#ইরানযুদ্ধ
#MasoudPezeshkian
#IranIsraelTensions
#AlJazeeraInterview
#MiddleEastCrisis
#ইউরেনিয়াম_সমৃদ্ধকরণ
#IranNuclear