ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৫ মে ২০২৫
আপডেট : ২৫ মে ২০২৫
রবিবার চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় এক পথসভায় এ মন্তব্য করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
🛑 বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে?
হাসনাত বলেন,
“উপদেষ্টাদের রাজনৈতিক দলের প্রতিনিধিরূপে চিহ্নিত করার অপচেষ্টা চলছে—যা উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। তারা এনসিপির নয়, গণ-আন্দোলনের প্রতিনিধি।”
“দলীয় ট্যাগ দিয়ে এই উপদেষ্টাদের সম্মানহানির চেষ্টা এবং আন্দোলনের সার্বজনীনতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা আমরা তীব্রভাবে নিন্দা জানাই।”
📌 রাজনৈতিক মতপার্থক্য স্বাভাবিক, ঐক্য জরুরি:
তিনি আরও বলেন,
“পলিসির জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। কিন্তু জাতীয় সংকটের সময় ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র প্রতিরোধ করেছে ফ্যাসিবাদবিরোধী শক্তিরা।”
“এটাই আমাদের জাতীয় চরিত্র।”
🗺️ চট্টগ্রামে পথসভার উদ্দেশ্য কী?
হাসনাত জানান,
▪️ “বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে জনগণের মতামত নেওয়া ও জানানোই লক্ষ্য।”
▪️ “গতকাল প্রধান উপদেষ্টাকে আমরা আমাদের প্রস্তাবনা দিয়েছি—নতুন সংবিধান, গণপরিষদ, আইনসভা নির্বাচন, শহীদ পরিবারের পুনর্বাসন—এসব বিষয় নিয়ে রোডম্যাপ দরকার।”
▪️ “জনগণের মত যাচাইয়ের জন্যই চট্টগ্রাম দক্ষিণের মধ্য দিয়ে পথসভা শুরু করেছি।”
📍 আজ যেসব এলাকায় পথসভা:
▪️ কর্ণফুলী
▪️ আনোয়ারা
▪️ বাঁশখালী
▪️ সাতকানিয়া
▪️ লোহাগাড়া
▪️ দোহাজারী
▪️ চন্দনাইশ
▪️ পটিয়া
▪️ বোয়ালখালী
👉 নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—
🔹 তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব
🔹 মীর আরশাদুল হক, যুগ্ম সদস্যসচিব