স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫
আপডেট : ২৭ মে ২০২৫
সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ব্রাজিলকে আবারও বিশ্বচ্যাম্পিয়ন করাই তার প্রধান লক্ষ্য।
“বিশ্বের সেরা দলকে কোচিং করানো গর্বের। এবার আমাদের লক্ষ্য হেক্সা জয়,” — বলেছেন আনচেলত্তি।
৬৫ বছর বয়সী আনচেলত্তিকে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (CBF) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। যদিও তার মতো একজন কোচের জন্য অতিরিক্ত পরিচয়ের প্রয়োজন পড়ে না।
রিয়াল মাদ্রিদের হয়ে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ, দুইবার লা লিগা, এসি মিলানের সঙ্গে দু’বার ইউরোপ শ্রেষ্ঠত্ব, এবং ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ডে লিগ শিরোপা জয়—সব মিলিয়ে ইতিহাসের একমাত্র কোচ যিনি ইউরোপের পাঁচটি শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হয়েছেন।
২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টিতে হেরে বিদায় নেয় ব্রাজিল। এরপর থেকেই যেন গতি হারিয়েছে ফুটবলের এই পরাশক্তি। সর্বশেষ মার্চে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর বরখাস্ত হন দোরিভাল জুনিয়র, এবং তার স্থলাভিষিক্ত হন আনচেলত্তি।
বিশ্বকাপ বাছাইপর্বেও বর্তমানে চাপে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দক্ষিণ আমেরিকার অঞ্চলে এখন চতুর্থ স্থানে রয়েছে দলটি। তবে শীর্ষ ৬ দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে।
আনচেলত্তির অধীনে ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচ খেলবে আগামী ৫ জুন ইকুয়েডরের মাঠে, এবং ১০ জুন ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে। এই দুটি ম্যাচ দিয়েই শুরু হবে আনচেলত্তির নতুন মিশন—হেক্সা ট্রফির সন্ধান।
সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে আনচেলত্তি বলেন,
“আমি সবসময় ব্রাজিল দলের সঙ্গে একটি বিশেষ বন্ধন অনুভব করেছি। আমার সামনে বড় একটি চ্যালেঞ্জ, এবং আমি দারুণ রোমাঞ্চিত। আমরা আবার ব্রাজিলকে বিশ্বসেরার আসনে ফেরাতে কাজ করবো।”
কার্লো আনচেলত্তির মতো অভিজ্ঞ কোচের হাতে ব্রাজিলের মতো প্রতিভাবান দল—এই জুটি বিশ্ব ফুটবলে নতুন করে চমক সৃষ্টি করতে পারে। তবে প্রশ্ন থেকে যায়—বিশ্বকাপের আগে অল্প সময়ে তিনি দলকে কতটা গোছাতে পারবেন?
সূত্র: বিবিসি, গ্লোবো, সিবিএফ