ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৭ মে ২০২৫
আপডেট : ২৭ মে ২০২৫
আজ মঙ্গলবার চট্টগ্রামের চকবাজারে এক গণজমায়েতে বক্তব্যে তিনি বলেন:
“আগের রাতে টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না। যোগ্য ব্যক্তিকে ভোট দিন, তাহলেই স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে।”
ভোটের পরিবর্তন দরকার মানসিকতায়:
জনগণের কাছে একমাত্র আবেদন, তারা যেন নেতার যোগ্যতা ও আদর্শ দেখে ভোট দেন, শুধু প্রতীক বা আর্থিক প্রলোভন দেখে নয়।
স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে সৎ নেতৃত্ব প্রয়োজন।
হাসনাত বলেন,
“দেশটাকে আর কখনও ফ্যাসিবাদীদের হাতে তুলে দেওয়া যাবে না।”
তিনি তরুণ সমাজকে দুর্নীতিবিরোধী লড়াইয়ে সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান করেন এবং বলেন,
“দুর্নীতিবিরোধী অভিযান শুরু হোক নিজের ঘর থেকে।”
ডা. তাসনিম জারা (জ্যেষ্ঠ সদস্য সচিব):
“স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে হলে রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে।”
উপস্থিত ছিলেন আরও:
মীর আরশাদুল হক (যুগ্ম সদস্য সচিব)
ডা. মাহমুদা আলম মিতু (যুগ্ম মুখ্য সংগঠক)
মো. আতাউল্লাহ
জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিবার ও আন্দোলনের স্মৃতি সামনে রেখে চট্টগ্রামে এনসিপির সাংগঠনিক সফর চলছে।
গত রোববার থেকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পথসভা করছেন হাসনাত আবদুল্লাহ ও দলীয় নেতারা।