ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫
আপডেট : ২৭ মে ২০২৫
সোমবার (২৬ মে) সন্ধ্যায় সালাহ-অ্যালিসনদের বিজয় উৎসবের প্যারেড চলাকালে একটি গাড়ি ভক্তদের ভিড়ে ঢুকে পড়ে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স-এর প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। একজন শিশু ও একজন প্রাপ্তবয়স্কের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ জানায়, গাড়িটি চালাচ্ছিলেন ৫৩ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক, যাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি একটি "বিচ্ছিন্ন ঘটনা" এবং এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সংযোগ নেই।
দুর্ঘটনার পর ২০ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয় এবং চারজনকে ফায়ার সার্ভিস গাড়ির নিচ থেকে উদ্ধার করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, গাড়িটি হঠাৎ করে দ্রুতগতিতে জনতার মধ্যে ঢুকে পড়ে, এতে অনেক মানুষ ছিটকে পড়েন। গাড়িটি থামার পর উত্তেজিত জনতা জানালা ভেঙে গাড়িচালককে বের করার চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লিভারপুল সিটি কাউন্সিলের নেতা লিয়াম রবিনসন বলেন,
“এই দুঃখজনক দুর্ঘটনা একটি আনন্দঘন দিনকে কালিমালিপ্ত করেছে। আহতদের পাশে রয়েছি আমরা।”
লিভারপুল ফুটবল ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, তারা পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ক্লাবটি বলেছে,
“আমাদের প্রার্থনা ও সমবেদনা আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি।”
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করে এ ঘটনাকে ‘ভয়াবহ’ উল্লেখ করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় বাসটি ভিড়ের মাঝখান দিয়ে প্যারেড করে যাওয়ার প্রায় ১০ মিনিট পরেই এই গাড়িচাপার ঘটনা ঘটে। তখনো হাজারো মানুষ রাস্তায় ছিলেন।
উল্লেখ্য, সোমবার ছিল যুক্তরাজ্যে স্প্রিং ব্যাংক হলিডে, তাই শহরের রাস্তায় লাখো সমর্থক জড়ো হয়েছিলেন শিরোপা জয় উদ্যাপন করতে।
সূত্র: রয়টার্স, লিভারপুল সিটি কাউন্সিল, লিভারপুল এফসি, ব্রিটিশ প্রশাসন