ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ৩০ জুন ২০২৫
আপডেট : ৩০ জুন ২০২৫
বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর পদটি মূলত এমন এক উচ্চপদ, যা একাধিক দেশের কান্ট্রি ডিরেক্টরের সমতুল্য। বাংলাদেশে নতুন এই পদটি দায়িত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
জ্যঁ পেম ২০০৩ সালে বিশ্বব্যাংকে সিনিয়র অবকাঠামো বিশেষজ্ঞ হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের আর্থিক খাতের ওপর কাজ করেছেন এবং বিশ্বব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব নেয়ার আগে তিনি ছিলেন বিশ্বব্যাংকের ফাইন্যান্স গ্লোবাল ডিরেক্টর।
তিনি বিশ্বব্যাংকের কার্যক্রমের মাধ্যমে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল আর্থিক ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জ্যঁ পেম বলেন,
“বাংলাদেশ বারবার উদ্ভাবনী শক্তি, দৃঢ় সংকল্প ও সহনশীলতার মাধ্যমে অর্থনৈতিক ও উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সবাইকে বিস্মিত করেছে। আমি বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে কাজ করে দেশকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে চাই।”
তিনি আরও বলেন,
“আমরা বেসরকারি খাতের প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই।”
স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশকে প্রায় ৪৬ বিলিয়ন ডলারের ঋণ ও অনুদান প্রদান করেছে। বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংকের মোট ঋণ কর্মসূচির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১,৫৪০ কোটি ডলার। বিশ্বব্যাংক বাংলাদেশে সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী হিসেবে রয়েছে।
#WorldBank #JeanPem #বাংলাদেশ #বাংলাদেশঅর্থনীতি #উন্নয়ন #বিশ্বব্যাংক #বিনিয়োগ #অর্থনীতি #BangladeshDevelopment #Finance