ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ৩০ জুন ২০২৫
আপডেট : ৩০ জুন ২০২৫
সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় তিনি এই মন্তব্য করেন।
এ্যানি বলেন,
“দেশের রাজনৈতিক অচলাবস্থার অবসান এবং গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে আগামী বছরের ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। দেরি করলে ষড়যন্ত্র আরও বাড়বে।”
তিনি আরও বলেন,
“তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের লন্ডনে বৈঠক জাতির মনে নতুন আশার সঞ্চার করেছে। এটা রাজনৈতিক সমাধানের একটি বড় উদ্যোগ হতে পারে।”
তবে তিনি পরিষ্কার করে বলেন,
“সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি বিএনপি মেনে নেবে না। এটা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে যায় না।”
অনুষ্ঠানে উপস্থিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন,
“একটি দল সুকৌশলে বিএনপিকে রাজনৈতিকভাবে আক্রমণ করে চলেছে। তবে ধমক দিয়ে নির্বাচন ব্যাহত করা যাবে না।”
তিনি নির্বাচন নিয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন,
“১১ মাস পেরিয়ে গেছে, নির্বাচন হয়নি। অথচ হঠাৎ দেখা যাচ্ছে—পিএস, এপিএসরা কয়েক শ কোটি টাকার মালিক হয়ে গেছেন! এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক।”
বক্তারা দাবি করেন, একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন ছাড়া বর্তমান সংকটের সমাধান সম্ভব নয়।
#শহীদউদ্দিনএ্যানি #BNP #জাতীয়নির্বাচন #তারেকরহমান #ডইউনুস #সংখ্যানুপাতিক_প্রতিনিধিত্ব #পিআরপদ্ধতি #বাংলাদেশরাজনীতি #নির্বাচন২০২৫