ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫
আপডেট : ২৪ জুলাই ২০২৫
তিনি বলেন,
“জাপান আমাদের দেশকে গাড়ি, চাল, কৃষিপণ্যের জন্য উন্মুক্ত করছে। তারা ১৫% পাল্টা শুল্কে সম্মত হয়েছে।”
এছাড়া ফিলিপাইনের পণ্যে ১৯ শতাংশ পাল্টা শুল্ক নির্ধারণ করা হয়েছে, যা আগে ঘোষিত ২০ শতাংশের তুলনায় কম।
দ্য জাপান টাইমস ও এনএইচকে জানায়, জাপান-যুক্তরাষ্ট্র আলোচনার অষ্টম দফায় দুই দেশ চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে।
➡️ গাড়ি ও গাড়ির যন্ত্রাংশে আগে যেখানে ২৫% শুল্ক ছিল, এখন তা হবে ১৫%।
➡️ স্টিল ও অ্যালুমিনিয়ামে থাকা ৫০% শুল্ক কমানোর বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেন:
“এই চুক্তি কর্মসংস্থান, উৎপাদন এবং বৈশ্বিক দায়িত্ব পালনের ক্ষেত্রে সহায়ক হবে।”
এর আগে আলোচনা থমকে গেলে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন,
“জাপানের ওপর ৩৫% পর্যন্ত পাল্টা শুল্ক বসানো হতে পারে।”
বিবিসির তথ্য মতে, ফিলিপাইনের সঙ্গে সামরিক সহযোগিতাসহ একটি "বৃহত্তর চুক্তি" সম্পন্ন হয়েছে।
ট্রাম্প বলেন,
“ফিলিপাইন যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক তুলে নিচ্ছে। আমরা তাদের ১৯% পাল্টা শুল্কে সম্মত হয়েছি।”
এই সিদ্ধান্ত আসে হোয়াইট হাউসে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সফরের পর।
গত বছর যুক্তরাষ্ট্রে ১৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল ফিলিপাইন।
রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে:
🚗 গাড়ির যন্ত্রাংশ
⚡ বৈদ্যুতিক যন্ত্রপাতি
👕 বস্ত্র
🥥 নারকেল তেল
আগামী ১ আগস্ট ২০২৫ থেকে যুক্তরাষ্ট্রে বহিরাগত পণ্যের ওপর সর্বনিম্ন ১৫% শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
এ ঘোষণা অনুযায়ী, কিছু দেশের জন্য শুল্ক ৫০% পর্যন্তও হতে পারে। তবে জাপান ও ফিলিপাইন এই চাপের মধ্যে শর্তসাপেক্ষ চুক্তিতে পৌঁছেছে।
বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়ন এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে।
#জাপান_যুক্তরাষ্ট্র_চুক্তি #ফিলিপাইন_শুল্ক #TariffDeal_2025 #US_TradePolicy #DonaldTrump_শুল্ক #জাপান_পাল্টা_শুল্ক #Philippines_US_Trade #Asia_US_Tariff